ভালবাসা মানুষকে অন্ধ করে দেয়। আমি জানিনা আমি সখীর ভালবাসায় অন্ধ হয়ে গেছি কিনা?
মনটা যদি নিবেই কেড়ে,
তবে কেন আসছে তেরে?
সপিয়া দিয়াছি মন প্রাণ সবই,
সারাক্ষন শুধু তোমার নাম জপি।
তুমি তো রয়েছ দিব্যি সুখে,
আমাকে ভাসিয়ে কষ্টের স্রোতে।
পাল হীন এক নৌকার মত,
মাঝ দড়িয়ায় আর ভাসব কত?
বাস্তবতার কঠিন স্রোতে,
তলিয়ে যাচ্ছি অবিরত।
তুমিই পার এই মুহুর্তে,
নতুন জীবন ফিরিয়ে দিতে।
তীরে এসে কেন, তরী ডুবে গেল,
একি হলো মোর একি হলো ?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৯