তুমি এসেছিলে, মেঘলা আকাশে
রাতের তারা হয়ে-
তুমি এসেছিলে,ধুমকেতুর ন্যায়
না আসতেই চলে গেলে।
তুমি এসেছিলে,শেষ বসন্তে
বাগানের ফুল হয়ে
তুমি এসেছিলে,ফুটন্ত গোলাপের
ঝড়া পাপড়ি হয়ে।
তুমি এসেছিলে,হৃদয়ের আলোটা
চিরতরে নিভিয়ে দিতে-
তুমি এসেছিলে,দু্ঃখ উপহার দিয়ে
সুখ নিয়ে পালাতে।
তুমি এসেছিলে,আশার আলোটা
না জ্বেলেই নিভিয়ে দিতে-
তবুও তুমি এসেছিলে,
চলে যেতে চিরতরে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪১