শীতের আলিঙ্গনে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শবনম মাখা ভোরে
কিছু ঝরা পাতা ছেয়ে আছে মাটির বিছানায়
আর সেখানে আজও বসে আছে একটি কেদারা।
শরৎ আসে, বর্ষা ঝরে তবু তার বসে থাকা ফুরায় না
বসন্ত আসে তবু তার বিগত অতীত ফিরে আসে না।
একদিন পূর্ণ যৌবন ছিল তার-
নতুন রঙ্গে চকচক করতো আর
প্রতীক্ষায় গুণতো প্রহর কিছু উষ্ণতার।
ঠিক তোমার আমার মত ছিল তার বিগত দিন
হারানো সুনহেরি স্মৃতি।
আজও হয়তো সেখানে লেগে আছে তোমার আমার পায়ের ছাপ।
ঝরা পাতার তলে বালি কণায় হয়তো সযত্নে রাখা আমাদের পায়ের ধূলো
নয়তো ধুয়ে মুছে গেছে বর্ষার জলে,
যেভাবে আমাদের মনটাও ভেসে গিয়েছিল চোখের জলের স্রোতে।
সেই কেদারার বুকে তোমার আমার উষ্ণতা মাখা ছিল
আজ তো একেবারে শীতল নির্জীব হয়ে আছে।
তোমার অধরের উষ্ণতায় আমার অধর যখন আদ্র হয়ে উঠতো
আমার বুকের জমিনে যখন আবেগের বাণ বয়ে যেত-
তখন তোমার আমার রক্তের আগ্নেগিরি উষ্ণতা মাখা হয়ে থাকত সেখানে।
শীতের সকাল বলো আর চন্দ্রিকা রাত বলো
আমাদের অলস সময়গুলো কেটে যেত বসে বসে নিবিড়ে।
পাশে যে গোলাপের বাগান ছিল- তা আর আজ নেই।
আবেগ ছাড়া তো প্রেম হয় না- তেমনি প্রেম ছাড়া গোলাপও ফোটে না-
হয়তো
২টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
আব তেরা ক্যায়া হোগা কালিয়া!
আব তেরা ক্যায়া হোগা কালিয়া!"
অনেকেই আপত্তি জানাচ্ছেন, কেন সেনাপ্রধান নির্বাচনের প্রসঙ্গ তুললেন? কিন্তু বিষয়টা একটু ভেবে দেখা দরকার, তিনি কি কোনো টেলিভিশন সাক্ষাৎকারে বা জনসমক্ষে বক্তব্য দিয়েছেন? না।
তিনি শুধুমাত্র অভ্যন্তরীণ... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫৫
১। একজন নামকরা ডাক্তার আছেন।
তার সিরিয়াল পেতে দুই-তিন মাস সময় লাগে। এই ডাক্তার আমার মাকে দেখানো হবে। কিন্তু সিরিয়াল পাচ্ছিলাম না। শেষে একজন বললেন, যে ব্যাক্তি... ...বাকিটুকু পড়ুন
ওরা সাতজন - বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে প্রধান অন্তরায় !
সংকট ঘনীভূত; ড. ইউনূস কে ঘিরে একটি চক্র সক্রিয়-শিরোনামে মানবজমিন পত্রিকা একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। ড.ইউনূস কে ব্যবহার করে ইন্টেরিম সরকারের ভিতরে চারজন ও বাইরে তিনজন এক... ...বাকিটুকু পড়ুন
বিএনপি - জুলাই বিপ্লবের বিশ্বাসঘাতক
ডক্টর ইউনুস এই দেশের ক্ষমতায় আর থাকতে চাচ্ছেন না। তবে এর দায় ভারতের নয়, পলাতক স্বৈরাচারী আওয়ামিলীগেরও নয়। এই দায় সম্পুর্নভাবে এই দেশের বৃহত্তম রাজনৈ্তিক দল বিএনপির। অথচ... ...বাকিটুকু পড়ুন
দেশের দরীদ্র সমাজ এখনো ফুটপাতে ঘুমাচ্ছেন
বেরিয়েছিলাম উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। মানিক মানিক মিয়া এভিনিউ পার হওয়ার সময়ে, খামারবাড়ির সামনে গোল চত্বরে হঠাৎ চোখ গেলো। চত্বর ঘিরে সারি সারি মানুষ শুয়ে আছেন। গত সরকারের আমলে আমার এলাকার... ...বাকিটুকু পড়ুন