গুনেগুনে সপ্তাহ তিনেক আগে কাছের মানুষ, পাশের জনের ওমিক্রন পজিটিভ আসলো। সে সময়ের রেশ ধরে এলো আমার একেবারেই নিজস্ব কিছু সম্পদ জমা থাকার খবর। বেশ যত্নে আমারই আগ্রহে জমানো সম্পদ। আগ্রহ বলছি এ কারণে যে, নিশ্চয়ই যে খাদ্যাভ্যাসের জন্য যকৃৎ এর পিত্তকোষে পাথর জমেছে সে খাদ্যাভ্যাস আমার প্রিয় এবং লম্বা একটা সময় তার সাথে কাটিয়েছি। আগ্রহের সাথে সব খেয়েছি।
খেয়াল করলাম এই আমিটা শুধু আমার আমি নাই আর; আমার সন্তান, সহধর্মী সবটাতেই ভাগাভাগি হয়ে আছে। এরই মাঝে সেই যে আমার অজান্তে, অথচ যত্নে লালিত কয়েক জোড়া পাথর ছিল আমার ভেতরে, সেসবকে সাথে নিয়ে কিছু লেখালিখি করেছি। কলমের সান্নিধ্যে থেকে শব্দের সুরা পান করেছি। দিনশেষে এইতো একান্তই মনিরা সুলতানার বলা যায়।
শেষ দুয়েক বছর বাদে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বই মেলা দেখা আমাদের অস্তিত্বে মিশে আছে। কিন্তু এবারেও পৃথিবীর সেই অতিমারি অসুখ আমাদেরকে পিছিয়ে দিলো ঠিক। বইমেলা, ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ—এ শব্দগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসের সুবাদে আমার রক্তে নাচন ধরায়। বিহ্বলিত করে, আনন্দের মাত্রা হয় আকাশ ছোঁয়া। এবারের বই মেলাতে যদি ইনশাআল্লাহ্ সবকিছু ঠিকটাক থাকে কাছের কিছু প্রিয় মানুষের অনন্ত আগ্রহ, পরিশ্রম আর উৎসাহে বুকিশ প্রকাশনী' র ব্যানারে নিজের লেখালিখির চুম্বকাংশগুলো মলাটবন্দী করে আনতে যাচ্ছি। হ্যাঁ শুরু খবর আপাতত এটুকুই। হয়তো বইমেলার মতো কিছুটা পিছিয়েই। তবু এ আনন্দ অপার। ধমনিতে আনন্দস্রোত। শিরায় শিরায় বয়ে যাচ্ছে খুশির মৃদু হিল্লোল।
কবিতার বই এর জন্য অপূর্ব চিত্রকলাটুকু এঁকেছেন অমিত সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা গুণী তরুণ Tife Adnan আর গদ্য সংকলনের সুন্দর চিত্তাকর্ষক প্রচ্ছদটা এঁকেছেন বিশিষ্ট ব্লগার, কবি, শিল্পী Nirzhar Noishabdya
একজন শখের লেখকের ডিবডিব ! সবার শুভ কামনাটুকু ভীষণ ভাবে চায়। পাঠকের শুভ কামনাটুকু নিশ্চয়ই আনন্দের মাত্রা দ্বিগুণ করে। পথচলার পথে ছায়া হয়ে সঙ্গী হয়। তাই দোয়া করবেন সবাই। ভালোবাসা অবিরাম!
প্রকাশ- অমর একুশে বইমেলা ২০২২
প্রকাশক - বুকিশ পাবলিকেশন্স
পরিবেশক - উড়কি
স্টল নম্বর ৫৭৮
অনলাইন পরিবেশক - http://www.rokomari.com/bookishpublications
মন সায়র
বাসি বকুলের ঘ্রাণ
প্রাপ্তিস্থানঃ অমর একুশে বইমেলা,
এবং বাতিঘর- ঢাকা চট্টগ্রাম ও সিলেট।