আপনার কাছে যদি জানতে চাওয়া হয় ,কোন দশকে আপনার নিজেকে দেখতে ভালো লাগে বা বাংলার কোন সময়ের চিত্রকল্প আপনার মনে গাঁথা ? কি বলবেন আপনি! আমি বলব ৭০ দশকের সাদাকালো চিত্রায়ন সেই দশকের মানুষ গুলোর সময়ের বিবর্তন দেশের ,সংস্কৃতি’র বিবর্তন দেখার সৌভাগ্য সর্বোপরি “ স্বাধীনতা “ শব্দ টি কে আমাদের করে পাওয়া।
ঠিক সেই আছন্নতায় বই টা যখন হাতে পেলাম শুরু থেকে শেষ চোখ বুলিয়ে একদম শেষের লেখায় এসে আঁটকে গেলাম । ও হ্যাঁ বলছিলাম ব্লগারদের লেখা নিয়ে বই এর কথা আমাদের বই এর কথা । সুরঞ্জনা মায়া আপু লেখা স্মৃতির দরজায় টোকাঃ সাদা-কালো জীবন “ এটাই ছিল সেই “ব্লগার সংকলন “ ঋদ্ধ থেকে পড়া প্রথম লেখা ।
ফেসবুকে বন্ধু হবার সুবাদে ব্লগার“বৃতির “ একটা স্ট্যাটাসে দেখলাম ব্লগারদের নিয়ে বই প্রকাশের আকুতি এবং মন্তব্যে আমিনুর ভাই এর সহমত আমাদের কয়েক জনের লাইক মন্তব্য সহ স্বল্প সময়ে চমৎকার এক উদ্যোগ কে দারুন দক্ষতায় তার বাস্তবায়ন। আমার কাছে ঋদ্ধ উঠে এসেছে জলের আয়নায় জলের ছায়া দেখার মত হয়ে ,কিন্তু আমি জানি এর পেছনে রয়েছে ব্লগারদের জন্য সামহুয়ার ইন ব্লগের জন্য দারুন মমতায় জমা রাখা কিছু মানুষের আকন্ঠ ডোবা পরিশ্রম । আন্তরিক বললাম না কারন যে আকন্ঠ ডুবতে পারে তার কাছে আন্তরিকতার চাইবার দরকার হয় না ।
সেদিন সকাল টা ও আলদা ছিলো প্রচ্ছদ এর মতই উজ্জ্বল আনন্দ বিলানো ঝকঝকে পিতল মাজা যেদিন ঘুম থেকে উঠে ফেসবুকে এই বই এর জন্য করা প্রচ্ছদ প্রথম দেখলামঃজাদিদ এর করা।সেই ব্লগারের ভালোবাসা কাল্পনিক হতে পারে কিন্তু তার বিশাল উজ্জ্বল মনের ভালোবাসা সবার মাঝেই অনুরণিত হয়। আমি বলব ঋদ্ধ ‘র সবচাইতে ঋদ্ধ হচ্ছে এর প্রচ্ছদ !!!
এ সংকলনের নামঃ ঋদ্ধ -এক
ব্লগারদের লেখা সংকলন
সম্পাদনায়ঃকুশল ,বৃতি ,অমিনুর
প্রচ্ছদঃজাদিদ
প্রকাশকঃ শীর্ষ প্রকাশিনী
আর পরিবেশকঃ এক রঙ্গা এক ঘুড়ি
আচ্ছা আবার আসি লেখার কথা নিয়ে মায়া আপুর মমতায় সিক্ত হয়ে চলে এলাম এক দৌড়ে সিপ্পির পথে’র পথিক হয়ে রোজকেরে আমি’র খোলস ছেড়ে সেই চীর বোহেমিয়ান সত্ত্বায় “ ব্লগার তুষার কাব্যের ভ্রমন সঙ্গী হয়ে । মাঝে অবশ্য সময় করে আমাদের আহ্লাদী শায়মা হক ঢঙ ছেড়ে সিরিয়াস ভাবে ভালোবেসে সিরিয়াসলি সিরিয়াল বিশাল লেখা রহস্য গল্প এই যা কি বললাম !!! রহস্যময়ী কিংবদন্তি কে নিয়ে লেখা “ চির রহস্যময়ী কিংবদন্তি খনা “ পড়ে নিয়েছি ।বলা তো যায় না দেরীতে পড়ার শাস্তি তে হিসেবে আমার জন্য সামু ‘র দরজায় তালা ঝুলিয়ে দিলে
বেশ অল্প সময় বলেই হয়ত ছোট্ট পরিসরে এসছে ঋদ্ধ এবারে প্রথম সংকলনে ; হাসান মাহবুব আমাদের হামা ভাই এর গল্প পড়লাম ,আরেয় !!! অবাক কান্ড !!! মনে হচ্ছে ছাপায় ভুল !!! না হয় কবিতার লিস্ট এ উনার “জোনাকচারী” ?? বুঝলাম ব্লগে কাক এর সংখ্যা মানে কবি'র নেহায়েত কম না । এমনি এমনি কি আর বলে “সামু ব্লগের সবচাইতে শক্তিশালী বিভাগ হচ্ছে কবিতা ।
আচ্ছা উনি কি লিখেছেন!
যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
বিদায় নেবে অস্পর্শী রোদ্দুর
সুপ্ত আদর রাত্তির,খোয়াবে
পথিক ভাবে পথটা সমুদ্দুর!
বাকি কবিতার জন্য আপনাকে ঋদ্ধ সংগ্রহ করতে হবে ।
বেশ অমনোযোগী এবং অনিয়মিত ব্লগার হবার দরুন অনেকের লেখাই আমার পড়ে হয়ে উঠে নি ,তাদের কে পেলাম বেশ কাছের করেই কারন পাঠক মাত্রই জানেন ছাপার অক্ষরে লেখক রা যতটা আপন এখন ও এই পি ডি এফ বা কি বোর্ডের লেখক রা তত আপন হতে পারেন নি, আমাদের পড়ুয়া বই পড়া প্রজন্মের কাছে । সেই অর্থে কৃতিত্ব আমাদের বৃতি মনি কে দিচ্ছি । অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নাও “বৃতি “ আশা করছি ঋদ্ধ তে ঋদ্ধ হব আমরা।
কবিতা এসছে ঋদ্ধ তে ১২টি-
১। রাইসুল সোহান লিখেছেন - বিবর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া
২। প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই - আমার স্ত্রীকে হতে হবে -
৩।মনিরা সুলতানা নামে একজন ভীষণ অ-কবি ‘র লেখা - পূর্ণতা
৪। কৃষ্ণ জলেশ্বর - দণ্ডিত মৃত্যুর দিকে -
৫। পেন আর্নার (কবিতায় উনার নাম এসছে তানিয়া তুন নূর) - সাক্ষী
৬। শহিদুল ইসলাম এর লেখা- আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন (আমার খুব খুব ভালো লেগেছে এঈ লেখা )
৭। নাহার লুনা এর লেখা- নস্টালজিক
৮। প্রিয় গল্পকার হাসান মাহবুব হামাভাইয়ার কবিতা- জোনাকচারী
৯। স্বপ্নবাজ অভির কবিতা- স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি
১০। নয়ন আহমেদ ভাইয়ার- ছিন্ন ভিন্ন ব্য কা চ্চি পি
১১। একজন আরমান ভাইয়ার লিখেছে - বেশ্যাবৃত্তিক রাজনীতি!
১২। শরৎ চৌধুরী-- সুগাতা পাতা উল্টায় না কেন?
ঋদ্ধ তে গল্প আছে সব মিলিয়ে ১২ টি-
১। মাহফুজুর রহমান সজীবে’র লেখা - বিশ্রাম
২। আবদুর রাজ্জাক শিপন ভাইয়ার -অ আ ক খ
৩। ইশরাত জাহান তিথি ‘র লেখা- কোন মায়াজালে বেঁধেছো
৪। আফ্রি আয়েশা লিখেছেন -দেয়াল অথবা অসুস্থতা
৫। ব্লগার ইসতিয়াক অয়ন বাসর এবং ফ্রানৎজ কাফকার পোকার গল্প
৬। অপু তানভীর - আরিনা
৭। এরিসের লেখা গল্প- ফাঁকি
৮। রুনুর সুইসাইড নোট –মাক্স
৯। গ্রহান্তর -মোহাইমিনুল বাপ্পী
১০।নূর ই আয়শা শুচি লিখেছেন গল্প-পতিতা অথবা মানুষ
১১।কামরুল হুদা ‘র লেখা- ব্যাঙ
১২। মামুন রশিদ ভাইয়ের লেখা- কালবোশেখ
মাতৃভূমি বিভাগে আছেঃ
১। প্রবাসী পাঠক লিখেছেন - মৃত্যুঞ্জয়ী জুয়েল
২। শারমিন রেজোওয়ানা লেখা- "বীরাঙ্গনা ও যুদ্ধ শিশু" এবং এক অসহায় অনুচ্চারিত ইতিহাস সময় হবে কি দেখার?
৩। শায়মা হক এর লেখা - চির রহস্যময় কিংবদন্তী ভবিষ্যবক্তা খনা
৪। অগ্নি সারথি-- ক্রমবর্ধমান নগরায়নঃ কোন পথে বাংলাদেশ?
৫। তউসিফ সাদাত আহমেদ - ঢাকা গ্লাস টাওয়ার -
ভ্রমণ
১। নাঈমা ‘র ট্র্যাভেল লগঃ কানকুন এবং অন্যান্য
২। তুষার কাব্য- সিপ্পির পথে পথে
স্মৃতিকথা
১। আমিনুর রহমান লিখলেন আমাদের কথা ব্লগ নিয়ে কথা -- আমি, ব্লগ এবং ব্লগার
২। সুরঞ্জনা মায়া আপুর লেখা - স্মৃতির দরজায় টোকাঃ সাদা-কালো জীবন
রাজ্জাক শিপন ভাই এর বেশ দু একটা পোস্ট আমার প্রিয় লিস্ট এ আছে ভালো লাগা প্রিয় কবিতারা সিরিজ নামে। গল্পকার হিসেবে নয়; উনার লেখা অ আ ক খ গল্পে উঠে এসছে ।একজন অর্পণ ! এর জন্মাবার গল্প। হাজারো প্রধান শিরোনামের মাঝে একটি অপ্রধান গল্প আমাদের ভাষা ‘র গল্প ভাষা আনন্দলনের কথা ।
সমুদ্র কন্যা কে সহ ব্লগার হিসেবে যতটা জানি তারচাইতে তার বেশি জানি তার অসম্ভব সংবেদনশীল লেখা কে ।ঠিক তেমনি মায়াজালে বাঁধা গল্প।সম্পর্ক মায়া অবিশ্বাস একাকীত্ব উঠে এসছে সেই গল্পে ।
আফ্রি আয়েশা কেবলমাত্র ছয় প্যারার গল্পে কি নিপুন দক্ষতায় তুলে এনেছেন একজন পাঠগ্রস্থ পাঠকের একাকীত্ব মন বিকার।
রাত্রির গায়ে জোনাকি আঁকা একজনশহিদুল ইসলামের লেখা “ আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন কবিতায় লিখেছেন _
ঐ পারে বৃষ্টি নামে ,কার্নিশে আসে নীল-বরফের সুর
হাওয়া কাঁপায় মাধবীলতার ঘ্রান আর
সব কান্না ভুলে গিয়ে _
সমুদ্র ফেরত কেউ গাইছে গান
আমি রাত্রির গায়ে এঁকেছি জোনাকি
তুমি দূরবনে তাই -
বৃষ্টি হয়ে ঝরো-
ব্লগে এর বাইড়ে আমাদের জীবন কেমন !! সমস্তক্ষন কোন প্রিয়জনরা আমাদের ঘিরে থাকেন ? বেশ সময় দুঃসময়ে কি ব্লগার রা কেবল ভার্চুয়াল সম্পর্কের এই অন্তজালেই বাঁধা ?
আমাদের আমিনুর ভাই এর ব্লগ ও ব্লগারদের নিয়ে বেশ মন ছোঁয়া করে লিখছেন তার জীবনের কঠিন সময়ে সহব্লগাদের আন্তরিকতা ‘র গল্প ।
মেঘকন্যা লুনা কে পেয়েছিলাম ব্লগে বেশ মিষ্টি মিষ্টি আবেশের গল্প লেখিকা হিসেবে সেই ছোট্ট নাহার লুনা দেখি নস্টালজিয়া নিয়ে একটা আস্ত কবিতা লিখে ফেলেছে ।
সেই নস্টালজিয়া ও পড়ে দেখলাম বেশ মিঠু মিঠু লেখা হয়ে রয়ে গেলো ঋদ্ধতে ।
একদম শুরুর গল্প টি মাহফুজুর রহমান সজীব এর লেখা “ নাম অপরিচিত হওয়াতে প্রায় শেষের দিকে পড়া হয়েছে “ বিশ্রাম “ পড়ে দেখলাম গল্পের ভাব মাধুর্য আমার খুব পরিচিত খুব আপন ।
“আমার স্ত্রীকে কবিতা ভালবাসতে হবে ।সোনাবীজের কবিতা না পড়ুক, পড়ুক সে
শামসুর রহমান ,হেলাল হাফিজ কিংবা নীল লোহিতের হৃদয়ছেঁড়া কবিতাগুলো “
সেই চীরচেনা কবি আকুতি উঠে এসছে সোনাবীজ ভাইয়ের লেখার সহজাত দক্ষতায় উনার
“ আমার স্ত্রীকে হতে হবে কবিতায় “
মামুন রশিদ ভাই এর একটা গল্প ছিলো স্বপ্ন নিয়ে সব হারানোর দুঃস্বপ্ন ছিলো সেটা, বেশ ঘেমে নেয়ে উঠে উনি দু দিনের জন্য বেড়াতে যাওয়া স্ত্রী কন্যাকে কাছে পেয়েছিলেন ঘুম থেকে জেগে । ব্লগে মামুন ভাই এর কবিতায় পেয়েছিলাম জনসমুদ্রে একাকী হয়ে উঠাদের কথা । সেই মামুন ভাই ঋদ্ধ তে লিখলেন আমাদের চিরন্তন গ্রাম্য গাঁথা কুসংস্কারের । কাল বোশেখ গল্পে ।
বাকি লিস্ট এ থাকা দারুন সব ব্লগারদের লেখা তো রইলোই আমাদের পাঠক মনের খোরাক হয়ে ।
কিছু না হওয়া বা না পাওয়া ‘র কথা অনায়েসে লেখা যায় ,কিন্তু এত এত চমৎকার এক উদ্যোগ কে এসব ছোট খাট ক্যামেরার লেন্সে না দেখার অনুরোধ ই থাকল ।ঋদ্ধ , ঋদ্ধর পিছনের মানুষ গুলোর জন্য রইলো অযাচিত ভালোবাসা ।
সকল ভাষা শহীদের উৎসর্গ করে এই বই এর সম্পাদকীয় তে সম্পাদক বৃতি হক লিখেছেন
“জ্ঞানের কথা না হয় তোলা থাকুক।শ্রদ্ধা -ভালোবাসার-স্নেহের এক সুদৃঢ় বন্ধন দেখেছি ব্লগে ,দেখেছি মান-অভিমান,খুনসুটি -ঝগড়া ও ।ঠিক যেন একটা পরিবার ।বলতে দ্বিধা নেই ,এই ব্লগ পরিবার কে এক সময় আমি ভালোবেসে ফেললাম ।আজ অন্যান্য ব্লগাদের বন্ধুদের দিকে তাকালে দেখি ,জীবনের তাগিদে ব্যাস্ততা বেড়েছে,হয়ত সবাই সময় দিতে পারছেন না নিয়মিত ভাবে । তবু ও ব্লগের প্রতি তাদের টানটুকু তাঁদের বুকের গহীনে নিরবিচ্ছন্নভাবে কোথাও লুকিয়ে আছে।আমি চাই নতুন-পুরাতনের এই সম্মিলনে ঋদ্ধ ব্লগারদের সেই অদম্য ভালোবাসা কে এক অদৃশ্য সুতোয় বেঁধে রাখুক ।”
একেবারেই আমার ও মনের কথা গুলো তুলে এনেছে সম্পাদক তার লেখায় ,আমরা ও চাই এই চমৎকার অসাধারন “ ইচ্ছে হয়ে মনের মাঝে বহুদিন লুকিয়ে “থাকা ঋদ্ধ ব্লগারদের লেখার জল হাওয়া রোদে বেড়ে উঠুক ।
অপ্সরার লেখা বুক রিভিউ !
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫