জাহিদ অনিক কে পড়ছি এই সেদিন থেকে এর দায় আমার অনিয়মিত ব্লগিং ; লেখায় আমার প্রথম মন্তব্য ছিল মনেহয় " কবিতায় আমাদের সময় কে ফিরে পেলাম " ধরনের।তার মানে জাহিদ কবি হিসেবে সার্বজনীন হতে পেরেছে ,সবচাইতে ভাল লেগেছে লেখার বিষয় বস্তুর ভিন্নতা যা পাঠক কে আনন্দ দেয়।লেখার প্রশংসা কবির ব্লগভ্রমনে ই আমার মত অনিয়মিত ব্লগার রা বুঝতে পারবেন
নিয়মিত ব্লগারদের কাছে চেনা বামুনের পৈতা কখনো লেগেছে বলতে পারেন ?
সেদিন(০৩ রা সেপ্টেম্বর)জাহিদের লেখা "আমার মৃত্যু তোমার হাতে" শিরোনামে কবিতা টি পড়ে মনে হল কবিতায় এর উত্তর লিখি ; ভাবনা কে পাতায় নিয়ে এলাম হয়ে গেলো কবিতায় উত্তর আর প্রতিউত্তর সিরিজ ।
আমি মনিরা সুলতানা মেয়ের অংশটুকু লিখলাম আর ছেলেদের ভাবনা জাহিদ অনিক
জাহিদের লেখা পড়তে পারেন __
আমার মৃত্যু তোমার হাতে
আশা করছি আপনাদের ভালোলাগবে !
অসহ্য সুখের প্রতিশোধ নিতে পারার মহার্ঘ সময় আর আসেনি জীবনে
বুকে লক্ষ প্রজাপতির ডানা ঝাপটানো বেদনার জন্যই বেঁচে থাকা আনন্দের ;
সর্বস্ব বাজী হলেও " করুণা " শব্দটি আমার অধিকারে!
নীলাম্বরীর জোছনা আকণ্ঠ পানে জানিয়েছিলে, তুমি নেশাসক্ত
আমি তে' ই তোমার আসক্তি !
শুধু আমি শূন্যতাই পারে তোমার শ্বাস রোধ করতে ।
আজন্ম বুভুক্ষু বিশালতা ছড়ানো অশথ হতে চাইতে , খুব
আমার কার্বন ডাই অক্সাইড এর অধিকারের জন্য;
ঠোঁট চাঁপা অনুরাগ ,উচ্ছল হাঁসির সূর্যোদয়ে খুন হয়ে ভাবতাম ।
সত্যি ,এতখানি কার্পণ্য তোমাকেই মানিয়ে যায় অনায়েসে ।
বলতে বাঁধা নেই
বেশি খানিটা অহং প্রকাশ পেত তোমার ভালবাসার ইশতিহারে ;
তোমার ইলিশ ডিমের চচ্চড়ি উপভোগের আনন্দ ,কলমি শাকে চিংড়ি ভাজা
অথবা ধরে নাও ঘন মুগে কাতলা মাছের মুড়ো চিবানোর যে সুখ সমস্তটা জুড়ে __
তার সাথে "আমি আসক্তি " র আলাদা কোন নাম নেই !
তাই বলেছিলাম লাল পত্রের ইশতেহারে তুমি তোমার রাঙ্গামাটি ভ্রমণের ইচ্ছা টুকু ও সংযুক্ত করে নিও ।
হ্যাঁচকা টানে নক্ষত্র এঁকে ,বুঝিয়েছিলে আমার অপরাধ ;
ভালোবাসার মূল্যায়নে আমি নাকি ,তোমার করুনা পাবার ও যোগ্য নই ।
রিনরিন কাঁচের চুড়ি ভাঙার সুখ ছুঁয়ে মালশ্রীে বেজেছিল অন্তরের তানপুরায় ;
তবুও "করুনা "শব্দ'তে আমার ই অধিকার ।
তোমার আত্মার যত্ন নিয়েছি তুমি পাছে আমার আত্মা কে কস্ট দিয়ে ফেল
তোমাকে ভালোবাসতে শিখিয়েছি ,আমার ভালোবাসার বলে ;
শিশির অনুভবের মত তোমার প্রতিটি রোমকূপের অধিকার নিয়েছি।
সব ই ছিল তোমাকে "আমি শূন্যতায় " নিঃশ্বাস নেবার সহজ পাঠ শেখানো !
অজুত বাহানায় তুমি কয়েক কোঁটি বছর বেঁচে আছ সেই তোমাকে দেখব বলেই
পীলসুজ পিদিম জ্বালিয়ে প্রতীক্ষার পরগাছা হয়ে বেঁচে থাকা আমার ;
আমাকে ভালোবেসে ভয়ংকর কাপুরুষ হতে শিখিয়েছি ।
কারন "করুনা " শব্দটি আমার অধিকারে ই !
নিজের আয়নায় একটা পরাজিত প্রেমিকের অবয়ব
তোমার নিজেকে ঘৃণা করতে শেখাবে ;
জানা সব কবিতার উচ্চারণ হৃদপিণ্ডে ধারালো ছুরির আঘাত
তুমি ইশতেহারের অহং প্রকাশে বরংবার লজ্জিত হবে
সব শেষে সেই চিরকুট " আমার মৃত্যু তোমার হাতে " ।
আর তারপর
নিজের রক্তাক্ত হৃদয় খুঁড়ে চাতক তৃষ্ণা মেটাবো তোমার আজীবন ......
এখন ও "করুনা" শব্দটি আমার ই অধিকারে !
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭