ঝড়া পাতার মত কিছু টুকরো কিছু সুখ এখনো ছড়িয়ে আছে তোমার সুবাস ছুঁয়ে
হলের মেইন গেট, পাশের গলি, ঝুপড়ি চা এর দোকানের ভাঙ্গা বেঞ্চে কিছু গ্রন্থাগারের আলোআঁধারিতে ।
চকিত মুগ্ধ দৃষ্টি ছিল, সবুজ জামা গায়ে আনন্দ ছিল অভিমানের খেয়ায় নীল কষ্ট ও......
ফিরে যাবার সময় গুছিয়ে সব নিয়েছিলে কাধের ঝুলিতে শুধু কিছু উপচে পরা সুখ
তোমার পায়ে পায়ে এখানে ওখানে চুপটি করে লুকিয়েছিল আমাকে সঙ্গ দিতে ।
অস্থির এলোমেলো চুলের যুবক আমি তোমার অপেক্ষায় থেকে সমস্ত ক্যাম্পাস জুড়ে ছিটানো সুখ গুলি কুড়িয়ে বেড়াই।
সকাল সারে আটটার এর ক্লাসে এর পথে আড়মোড়া ভেঙে আলসে হয়ে উঠা চারিদিকে
হাকিম চত্বরের চা এর ফুটন্ত পানির বাষ্পে
রাতের আদরে আছড়ে পরা কিছু জারুল সোনালু র পাপড়িতে ।
দুপুড়ে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে টি এস সি ক্যাফের এক টাকার লেবু চা য়ে আর নিউজ পেপারের ইফতারিতে।
হাতের মুঠোয় খুব করে কিছু লেবু পাতা কচলিয়ে
বুকে বাসি বকুলের গন্ধ আর সমস্ত টা জুড়ে নীলমনি লতার মত তোমাতে জড়িয়ে ধরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করি আমাদের আগামীর ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১