বৃষ্টি ভেজা পিচ ঢালা ঐ মল চত্বরের পথ টা তে...
সেই সে দিনের মত ।
সচেতন আনমনে ছুঁয়ে যাওয়া আমার ডান হাত টা তোমার স্পর্শের আনন্দে কত টা বিহ্বল ছিল
আমি শুধু সেই গল্পই তোমাকে শোনাতে পারবো
এক হাজার এক রাত্রির ।
কৃষ্ণ চুড়া , অশোক, চাঁপা ,সেগুন এমন কি সকল কাটা ধন্য করে ফুটে উঠা নাম না জানা ঘাস ফুল গুলি ও
আমাদের পায়ের সাথে পা মেলানোর ছন্দে
মাতাল হয়েছিল বর্ষার ঘ্রাণে ।
ঝড়ো বাদলা হাওয়ায় কোথা থেকে উড়িয়ে এনেছিল বৃষ্টির আলিঙ্গনে সিক্ত ভীষণ আহ্লাদী এক গোছা গোলাপি শিরীষ ফুল
পরম মমতায় আমার আঙ্গুলে গুঁজে দিয়েছিলে
তোমার দেয়া প্রথম উপহার ।
কিছু বাদামের খোসা ,লাল চা , আর ঝাল মুড়ি ,আমড়ার টক আর ঝাল লবনের দিন গুলি ......।।
আদ্র বাতাসে শীতল হয়ে ,পাশা পাশি হেটে উত্তাপ বিতরন ।
চপ্পল ছুড়ে ফেলে জিন্স গোটানো তোমার ভেজা পা কৃষ্ণ চুড়ার তলায় লাল ফুলের চাদরে কাব্য লিখেছিল সেদিন
তোমার এলো মেলো ভেজা চুলের আবাধ্য হয়ে উঠা আমাকে বার বার সাহসি করে তুলেছিল ওদের শাষন করতে ।
কিছু এলো মেলো গল্প কিছু হাসি চুরি/ বাকি সব আমাদের ভয়ঙ্কর ভালোলাগার দীর্ঘশ্বাস ।
দুইটা ভেজা জুবুথুবু শালিক আর / আজীবন উদাস কিছু মধ্যদুপুরের ঘু ঘু বিকেল কে ডেকে এনেছিল সব পাবার বুক খালি করা হু হু সুরে ।
শিহরন কেঁপে উঠার লজ্জা লুকাতে আচল টানার অভিনয় /দমকা হাওয়ায় আবার উড়িয়ে নেয়া ।
তাহাহুড়ায় মুঠোয় নিতে দুজনের হাতে হাত
আর চমকে সরে যাওয়া ।
ঘাসের বুকে লুকানো জল এ পা , ভেজা নুপূর, লেপ্টে যাওয়া আলতা র লাল রঙ বড্ড গাড় লাল
বুনো সুবাসে ,মহুয়া কিংবা ভাট ফুলের সৌরভ খোঁজার মুহূর্ত ।
স্পর্শের আশায় ব্যাকুল ভেজা হাতে বেলী ফুলের মালার চুড়ি পরে
মুগ্ধ আবেলায় ব্রিটিশ কাউন্সিলের সারি সারি গাছ গুলো কে আমাদের বৃষ্টি বসন্ত দিনের সাক্ষী রেখে
ঝুপ করে নেমে আসা মেঘলা সন্ধ্যায় বৃষ্টির জোছনা ছুয়ে, কদমের সুবাস গায়ে মেখে
সেদিন আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম
ছবি গুগুল
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১