বান্দরবন ঘুরে এসে বান্দরবন নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিয়েছিলাম পোস্টটি দেখতে এখানে ক্লিকান
আজকেও বান্দরবন নিয়ে পোস্ট তবে এখানে বর্ণণা থাকবেনা থাকবে শুধু ক্লিক ক্লিক মানে ছবি ভ্রমন
৩টি পার্টে বান্দরবনের ছবিগুলো প্রকাশ করবো আজকে প্রথম পার্ট দেখি আমরা কতদুর যেতে পারি
কুমিল্লা থেকে যাত্তা শুরু........
অবশেষে বান্দরবনের দেখা পেলাম
চান্দের গাড়ী ভাড়া করার সাথে সাথে সব গাড়ীর ছাদে (ভীতুরা নিচে)
নীলাচল যাবার পথে সৌন্দের্য্য সামনে কি অপেক্ষা করছে তা টের পেলাম
ওরে বাপস এত সুন্দর, এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে জনৈক সন্ঝিতা দাস এখান থেকে আত্নহত্যার চিন্তা করেছিলেন পরে আমাদের কারণে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন
নিলাচলে গ্রুপ পিকচার কিন্তু লেখক অনুপস্হিত
নিলাচল পার্ট শেষ করে আমরা আসলাম স্বর্নমন্দির ,মন্দিরে প্রবেশ করলে থাইল্যান্ডে আসছেন এই রকম ভাব আসতে পারে
বড় একটা ঘন্টা দেখতে পাবেন মন্দিরে (বাধ্য হয়ে লেখককে সামনে আসতেই হলো )
স্বর্নমন্দির শেষ করে আসলাম মেঘলা নামক পার্কের মতো একটা জায়গায় এখানে আসলে সত্যিকরের ঝুলন্ত দুইটা সেতু দেখতে পাবেন
পানি দেখে আর থাকতে পারলাম না যার যা ছিলো তা নিয়েই ঝুলন্ত সেতু থেকে সরাসরি লাফ মারলাম পানিত
আজ এ পযর্ন্তই থাক খুব শ্রীঘ্রই আগামী পর্ব পাবেন । ছবিগুলোর বড় সাইজ দেখতে ছবির উপরে ক্লিকান
আমার নিজস্ব ব্লগে পূর্বে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৪