রেমিট্যান্স নয়, কৃষিই আমার হ্যাডম,
জাগুক কৃষি, গড়ে উঠুক সব ঘর।
হৃদয়ে আছে মাটি-মাতৃভূমি,
বাড়লে কৃষি, হাসবে সবার মুখ, আলোয় ভরবে জীবন।
ধানের সোনা ঝলমল ধানখেত,
সবুজে ভরা ফসলের মাঠ,
কৃষকের ঘামে ভিজে উঠুক জমি,
এই মাটিতেই বাঁচবে সবাই,
কৃষির নবজাগরণ ঘটুক!
বাংলার মাটি মায়ের মতন,
যত দিন যাবে, তত উর্বর হবে।
বীজ বুনে, যত্নে বড় করে তুলি,
আমাদের দ্যাশের কৃষি হোক আরও শক্তিশালী।
নতুন স্বপ্নে ভরে যাক জীবন,
আমার বাংলাদেশ জেগে উঠুক কৃষির নবজাগরণে।
কৃষি হোক দ্যাশের ভরসা,
স্বপ্ন হোক সবার আপন।
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ,
আমার বাংলাদেশ।