ভাবছি আরো বেশ কিছুদিন যদি বেঁচে থাকি তো বলতে পারবো দীর্ঘ দিন সিংহাসনে আসীন রানী এলিজাবেথ ২য় আমাদের সময়ের। সত্যি বলতে শৈশবে বুঝতে শিখে জেনেছি ইংল্যান্ড এর রানী এলিজাবেথ, এখন এত বছর বাদে ওনার চেয়ে বুড়ো হয়ে গেলাম অথচ উনি সামলে চলেছেন বৃটিশ সিংহাসন । ১৯২৬ সনে জন্ম এবং ১৯৫২ সনে সিংহাসনের জন্য মনোনীত । ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন দীর্ঘতম সিংহাসনে আসীন পরিচয় নিয়ে ।আর পাঁচ বছর বেঁচে থাকলে হবেন শতবর্ষী।
এরপর আসছি রানী এলিজাবেথের চেয়ে তিন বছরের ছোট সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর প্রসঙ্গে । ১৯২৯ সনে জন্ম (হেমা মঙ্গেশকর নাম রাখা হয়েছিল প্রথমে) এবং ১৯৪৩ সনে চলচিত্র এর জন্য গান গেয়েছেন; যদিও প্রথম চলচিত্র এর জন্য ১৯৪২ সনে গান গেয়েছেন যা কখনো প্রচারিত হবার সুযোগ পায় নি। ১৯৪৯ সনে ২০ বছর বয়সে গাওয়া "আয়েগা আনেওয়ালা...." এখনও ভালো লাগে বলে অনেকে শোনে। ৩৬টি ভাষায় গান গেয়েছেন প্রায় পঁচিশ হাজার। ৭৫ বছর বয়সে "ভীর জারা" চলচিত্রে গান গেয়েছেন যা এখনও জনপ্রিয় এবং আমার পছন্দের অন্যতম একটি গান। আর মাত্র আটটি বছর বেঁচে থাকলে শতবর্ষে পদার্পন করবেন! ১৯৮০ সনে যখন ছোট ছিলাম স্কুলে পড়বার সময় জেনেছিলাম কোন্ একদল বিজ্ঞানী লতা মঙ্গেশকর এর vocal cord এর জন্য অগ্রিম এক লক্ষ রুপি দিয়ে রেখেছিলেন, ওনার মৃত্যুর পর পরীক্ষা করবেন সেই ভাবনায়, কারন ওনাদের গবেষণায় বের করবার উদ্দেশ্যে ছিল কিভাবে তখনও (সেই ১৯৮০ সনে) ওনার কণ্ঠস্বর কিশোরী সুলভ। জানি না সেই সব বিজ্ঞানীদের কজন জীবিত আছেন! যদিও এত ছোট বেলায় এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব ছিল না , তবে বিশ্বাস করবার প্রেক্ষাপট ছিল বৈকি!
পৃথিবীতে কত আশ্চর্য বিষয় এবং বস্তুর নাম জানি তবে দেখা হয় নি। যেমন ব্যাবিলনের শূন্য উদ্যান যখন হোল এবং ছিল তখন দেখতে পারিনি উপস্থিত ছিলাম না বলে ! আফসোস নেই কোন । শূন্যতায় সাক্ষী কেন হবো যখন পূর্ণতার সমসাময়িক হতে পেরেছি!
বিশ্বের বিস্ময় এরা দুজন !
২০০৪ সনে "ভীর জারা" চলচিত্রে রূপ কুমার এবং লতার কণ্ঠে
https://youtu.be/nOZ3M1O0Wbg
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২১ রাত ২:০২