প্রিয় ঘাসফুল !
কতটা মায়ায় সিক্ত হলে বলা যায় ঘাসফুল আমি শিশির হয়ে তোমাতে বিলীন হবো!
আমি হবো ছোট্ট ঘাসফড়িং এক ! তোমার ঐ ছোট্ট বুকে!
প্রিয় ঘাসফুল !
নিজেকে তুচ্ছ ভাবার এতটুকু অধিকার নেই তোমার !
তুমি মূল্যহীন অমূল্য রতন এক!
তোমাকে পাওয়ার সাধ্য কার আছে ?
যদি না সে হয় প্রেমাতাল এক!
প্রিয় ঘাসফুল
তোমাতে হারানো যদি ভুল হয় কোন
তবে কিছুটা ভুলতো তোমার ও ছিলো!
তোমার ঐ স্নিগ্ধতা লুকোতে পারোনি বলে
পারোনি মায়ার হাতছানিটাকে সামলাতে!
আমি হারিয়ে ফেলেছিলাম !
প্রিয় ঘাসফুল
আমি নিজেকে খুঁজে নিতে এসেছি তোমার ঐ চোখের টলটলে সাগরে ডুব দিয়ে!
দিবে কি ডুবসাঁতারের একটা ছোট্ট অনুমতি?