মিডিয়া এখন সরকারের নিয়ন্ত্রণে। এক বিটিভি লোকান্তরে লক্ষ বিটিভি ঘরে ঘরে। পত্রিকায় এখন অনুসন্ধানী রিপোর্ট থাকে না, থাকে শুধু বলিউড আর প্রোপাগান্ডা নিউজ। পড়ার মতো বিষয় হচ্ছে এখন পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনগুলো। কয়েকমাস নিয়মিত পড়ে বর্তমান বিয়ের বাজার সম্পর্কে যা জানলাম-
- ছেলেরা এখন চাকরিজীবী মেয়ে ছাড়া বিয়েই করতে চায় না। জিনিসপত্রের দাম আসলেই অনেক বেড়ে গেছে।
- দেশে ডিভোর্স বাড়ছে। বিজ্ঞাপনদাতাদের বড় অংশ ডিভোর্সি।
- ডাক্তারদের মনে হয় কেউ বিয়ে করতে চায় না। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জীবনসঙ্গী খোজায় ডাক্তাররাই এগিয়ে।
- ডিভোর্সি ছেলেরা নামাজি, সংসারী মেয়ে বেশি খুঁজে। একবারেই বেচারাদের শিক্ষা হয়ে গেছে।
- ডিভোর্সি ছেলেরা স্ত্রীর আগের ঘরের সন্তান মেনে নিলেও মেয়েরা এ বিষয়ে মন্তব্য করতে নারাজ।
- সবশেষে, মেয়েরা এখনো তাদের চাইতে কয়েকধাপ উপরের পুরুষসংগী চায়। ঝিলমিল ভার্সিটি থেকে পাস করে দেশি কোম্পানির সেলস এন্ড মার্কেটিং এ চাকরি করা মেয়েটিও বিসিএস ক্যাডার পাত্র খোঁজে। বেকার জীবনসংগীর ভরণপোষণের দায়িত্ব নেয়ার মতো মহৎ তারা কোনদিনও হতে পারবে না।
এই লেখাটা কোন পত্রিকায় পাঠিয়ে দেব ভাবছি। খবরের যে আকাল ছাপাতেও পারে।