বাংলাদেশ বনাম ভারত।
কোটা সংস্কারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।
সবকিছু ছাপিয়ে এই ছবিটাই আজকে আমার নজর কেড়েছে। দেশের বর্তমান অবস্থা এক ছবিতেই ফুটে উঠেছে।
বাবা মা টাকা কামাতে ব্যস্ত। বাচ্চাদেরকেও টাকা বানানোর মেশিনে গড়ে তোলার চেষ্টা চলছে। শিক্ষকরা এখন আর কিছু শিখায় না, বিদ্যা বিক্রি করে। বাচ্চাদের হাতে গল্পের বইয়ের বদলে তুলে দেয়া হচ্ছে স্মার্টফোন। জিপিএ ফাইভ পাওয়া ছাড়া তাদের আর কোন লক্ষ্য নেই। সেটাও পাচ্ছে পরীক্ষায় দুর্নীতি করে। বর্তমান প্রজন্ম বেড়ে উঠছে ভয়ংকর সাইকো হিসেবে। সব বাচ্চা এক রকম না তবে সংখ্যাগরিষ্ঠের অবস্থাই ছবির বাচ্চাগুলির মতো।
মেধাহীন কোটাধারীদের হাতে পড়ে দেশ ধুকছে।
এই প্রজন্মের হাতে পড়লে কি অবস্থা হবে ভাবতেও ভয় লাগে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩