শ্রীদেবী মারা গেলেন কিছুদিন আগে। এদেশে তার অকাল মৃত্যুতে সবচেয়ে বেদনাহত হয়েছে মনে হয় প্রথম আলো। প্রতিদিন বিনোদন পাতার প্রায় পুরোটা জুড়েই থাকে শ্রীদেবীর খবর। এমনও না যে তিনি শারুক্ষান বা ঐশ্বরিয়া বচ্চনের মতো আন্তর্জাতিক তারকা। আমাদের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের মৃত্যুর খবর ভারতের অনেক পত্রিকাতেই ছাপা হয়। কিন্তু মৃত্যু পরবর্তী জটিলতাগুলি নিয়ে ভারতীয় মিডিয়া একের পর এক আর্টিকেল ছাপিয়েছিল বলে মনে পড়ে না।
কয়েকমাস ধরে দেখছি বৃহস্পতিবারের আনন্দ পাতার এক পৃষ্ঠা জুড়ে পৃথিবীর অন্যতম বস্তাপচা মুভি ইন্ডাস্ট্রির তারকাদের সাক্ষাৎকার ছাপাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের সাক্ষাৎকার হলেও একটা কথা ছিল। বরুন ধাওয়ান, সোনম কাপুর এদের তো নিজেদের দেশেই ভাত নেই। এই প্রথম আলোই আবার ভারতীয় সিরিয়ালের আগ্রাসন নিয়ে নিউজ করে।
অদ্ভুত!
এসব বাসে বিক্রি হওয়া দুই টাকা দামের পত্রিকায় মানায়, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকে না। পত্রিকার পেছনে যারা প্রতিদিন দশ টাকা করে খরচ করতে পারে তারা রুচিশীল পাঠক। এসব বলিউডি গার্বেজ দিয়ে তাদের বিরক্ত করবেন না।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮