১.
:আল্লাহ! ভাবী জানেন আপনার মেয়ে কি করে বেড়ায়?? ওমা! আমি তো ভাবতেই পারছি না!!
:কি করেছে লোপা?
:আপনি জানেন না? আরে ভাবী আপনার মেয়ে তো ব্লগে লেখালেখি করে বেড়ায়! ব্লগ যে একটা খারাপ জায়গা এটা তো সবাই জানে!
:আপনাকে কে বলেছে আমার মেয়ে ব্লগে লেখে?
:আমার ছেলে বললো। কাল দেখেছে আপনার মেয়ের লেখা।
:ওহ আচ্ছা...তার মানে তো আপনার ছেলেও ব্লগে লেখালেখি করে/ব্লগে যায়। তো ভাবী আপনার ছেলে ব্লগের খারাপ দুনিয়াতে আছে সেটা নিয়ে টেনশন না করে আমার মেয়েকে নিয়ে করছেন কেনো??
২.
উপরোক্ত পাশের বাসার আন্টি আরেক আন্টিকে-
:আল্লাহ ভাবী জানেন লোপার মায়ের কারণেই লোপা এমন লাগাম ছাড়া! যা ইচ্ছা তা-ই করে..ওর মা ওরে কিছুই বলে না!! বলেন ভাবী এইটা একটা কথা??
:তাই নাকি ভাবী? আমি তো লোপার মা লোপাকে ভালোই শাসন করে। তা কি করেছে লোপা?
:সে এক বিরাট কথা ভাবী। কি আর বলবো। ছি ছি..লোপা ব্লগে লিখে...নাস্তিকদের জায়গা ওটা।
:ওমা গো!!! কি বলেন ভাবী! নাউযুবিল্লাহ!! লোপাকে তো ভালো মনে করেছিলাম!!
৩.
আম্মু আমাকে-
:কিরে? ব্লগে লেখস শুনলাম?
:হুম লিখি।
:কি লেখিস? গল্প?
:নাহ..প্যাঁচাল।
:আমিতো বাংলা অতো ভালো বুঝি না। ইংরেজী ব্লগ টগে লিখলে লিংক দিস আমাকে।
:আইচ্ছা দিবানি।
জ্বী আমিও খারাপ আমার আম্মুও খারাপ...পাশের বাসার আন্টির ছেলে আপনিও খারাপ