বিবিএ পড়ি,সে প্রায় ৬সেমিস্টার হয়ে গেলো। এতোদিনে টা্র্ম পেপার আর প্রেজেন্টেশন নামক জিনিসটা ডাল ভাত হয়ে গেলেও রিসা্র্চ পেপার নামক জিনিসটা এখনও গায়ে জ্বর এনে দেয়।
মূল ঘটনায় আসি। কিছুদিন আগে একটা রিসা্র্চ পেপার এর কাজের জন্য যেতে হলো Walton Corporate Head Office(Jibon Bima Bhavan,Motijheel)এ। Business Statistics নামক course এর একটা টপিক Index Number এর কাজ করার জন্য আমাদের কিছু ইনফরমেশন এর প্রয়োজন ছিলো। আমাদের গ্রুপে আমরা ৪জন মেয়ে এবং ১জন ছেলে। আমাদের গ্রুপের ছেলে মেম্বারটি ৬/৭ বার Walton Corporate Head Office এ ইনফরমেশন এর জন্য গেলেও প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে এসেছিলো। প্রতিবারই বিভিন্ন অজুহাতে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিলো। আমরা তখন আমাদের সিনিয়র ভাইয়া আপুদের সাথে কথা বললাম এবং জানতে চাইলাম যে কি করা যায়। তারা প্রথমেই যেটা বললেন তা হলো "করছো কি তোমরা???!!! শুধু ছেলে পাঠাইসো!!!!! মেয়ে না গেলে তো ওরা পাত্তাই দিবে না"।
পরের দিন আমরা ৪জন মেয়ে এবং ঐ ১জন ছেলে গেলাম Walton এর অফিসে। খাতির যত্ন দেখে তো আমাদের ঐ ছেলে ফ্রেন্ডটির চক্ষু চড়কগাছ!!!
স্বয়ং Division Marketing Head এসে আমাদেরকে তার রুমে নিয়ে বসালো। ইনফরমেশন যা যা দরকার ছিলো সব না চাইতেই প্রিন্ট করে দিলো(আমরা ভাবছিলাম পেন ড্রাইভে নিয়ে যাব)। আর তারপর শুরু করলো লাঞ্চ করার অনুরোধ। আমরা যতোই মানা করি সে শুনতেই রাজি না। তার ভাষায় " আরে এতো অসম্ভব। আমি আপনাদের লাঞ্চ না করিয়ে কিভাবে যেতে দিবো?? পরে তো আপনারা ভা্র্সিটিতে গিয়ে আমাদের অফিসের বদনাম করবেন..না না,লাঞ্চ করতেই হবে"
তারপরই সে ফ্রাইড রাইস,চিকেন শ্রিম্প,ভেজিটেবল,কোক আরো অনেক কিছু ইন্টারকমে অর্ডার করলো।
কয়েকদিন আগে এই লোকই দেখা করতেও রাজি ছিলো না.....হায় রে করপোরেট ইনফরমেশন প্রদান নীতি!!!!!!!!!!