ভালো সে তো আমার মনে।কে আমাকে ভালো থাকাবে।আমি যদি না থাকি ভালো।কাও কে ভালোবাসলে কিংবা কেও ভালোবাসলে ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নাই।ভালো থাকাটা আপেক্ষিক।আপনি যদি চান শত কষ্ট এর মাঝে ও ভালো থাকতে পারেন।মন কে জিজ্ঞাস করুন কেন মন ভালো নাই।কে আপনার মন ভালো না থাকার পিছনে আছে।খুঁজে বের করুন কারণ,কি করেলে খারাপ হয় আর কি না করলে ভালো থাকবেন চিন্তা করে দেখেন।ভালো লাগে না ভালো লাগে না বলে বসে থাকবেন না।আপনের ভালো আপনের মাঝে বিরাজমান,কিন্তু আমরা তা দেখতে পাই না কিংবা খুজি না।সব সময় খালি অন্যকে দুষারোপ করি নিজে ভালো না থাকার জন্য।কেন খালি অন্য কে দুষারোপ করি নিজের দূষে নিজেই তো পচে মরছি।আমার অন্যের ভালো থাকা কখনো চোখে দেখতে পারি না।চোখ খস খস করে।তাই তো অন্যের ক্ষতি করতে গিয়া নিজের ক্ষতি করে ফেলি।ভালবাসার মানুষ বলেন আর অন্য যে কেউ আপনের ভালো লাগাতে পারে কিন্তু ওই ভালো লাগাটার মাঝে এক ধরনের কৃত্রিমতা থাকবেই তার চাইতে নিজের ভালো নিজেই খুঁজে নিয়া অনেক ভালো।তাতে আপনের ভালো তা আপনারই থাকলো,আর কারো মুখাফিকি হতে হলো না ,ভালো থাকবেন সবাই ...........................................................

আলোচিত ব্লগ
ছাত্রদের কারা মাইনাস করতে চায় ?
আজ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম 'কৈফিয়ত কিংবা বাস্তবতা' শিরোনামে ফেইসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, ইন্টেরিম সরকারের ভরকেন্দ্র অনেকগুলো। তাই ইচ্ছা করলেই ছাত্র-জনতার সকল দাবী পূরণ করা সম্ভব হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে
ভারতের সম্প্রতি হামলা নিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি একটি আবেগঘন বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন "শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে। যদিআ... ...বাকিটুকু পড়ুন
নবীজির জন্মের আগে আরবে গজব অবস্থা ছিলো
নবীজির জন্মের আগে আরবে বেশ কিছু ধর্ম ছিলো।
ধর্ম না বলে কুসংস্কার বলা ভালো। সেই সময় মানুষ রসিকে সাপ মনে করতো। মগজহীন মানুষ দিয়ে ভরা ছিলো আরব। সেই... ...বাকিটুকু পড়ুন
অনু গল্পঃ ব্যর্থ বাসনার দাহ
খুব তাড়াহুড়া করে বের হয় তন্দ্রা, আজ স্কুলে যাবে না, কোনো টিউশনি করাবে না, ফোন করে সব student-কে মানা করে দিয়েছে। এগারোটার আগে ওকে এয়ারপোর্ট পৌঁছতে হবে।
নাবিল আসছে,... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫২
এনসিপি আওয়ামীলীগকে এত ভয় পাচ্ছে কেন?
অলরেডি আওয়ামীলীগের তো কোমর ভেঙ্গে গেছে। তবু রাতদুপুরে এত আন্দোলন কেন? দেশে ১৮/২০ কোটি মানুষ। তারা তো আওয়ামীগকে ভয় পাচ্ছে না। তাহলে এনসিপির এত... ...বাকিটুকু পড়ুন