মার্কিন ইতিহাসের কুখ্যাত ২৫ জন “ক্রমিক খুনি”
ম্যারি সুলীভান কে হত্যার জন্য গ্রেফতার করা হয় তাকে। ১৯৭৩ সালে কারাগারে থাকবার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
২. এড গেনঃ
উইসকনসিন এর দুজন নারীকে হত্যা এবং স্থানীয় কবরস্থান ঠেকে মৃতদেহ চুরি করে তার চামড়া দিয়ে ঘরের বিভিন্ন জিনিষ বানাবার জন্য অভিযুক্ত করা হয়েছিলো তাকে।
৩. জুয়ান করোনাঃ
১৯৭৩ সালে ২৫ জনকে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়া রাজ্য তাকে ২৫ টি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
৪. জে. পি. ফ্রাঙ্কলিনঃ
২৭ টি খুনের জন্য দায়ী এই “হোয়াইট সুপ্রিমেসিস্ট”। ২০১৩ এর নভেম্বর এ মৃত্যুদণ্ড কার্যকর হয় তার।
৫. ডেভিড বারকোউইজঃ
৬ টি খুনের জন্য দায়ী ডেভিড বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
৬. কেনেথ বিয়ানচীঃ
১৯৭৭-১৯৭৮ এ ক্যালিফোর্নিয়াতে ৯ জন নারী হত্যার জন্য অভিযুক্ত করা হয় এই খুনিকে।
৭. ওয়েন উইলিয়ামসঃ
১৯৭৭-১৯৭৯ পর্যন্ত মোট ২২ টি খুনের জন্য দায়ী এই ব্যাক্তি ১৯৮২ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
৮. হেনরি লি লুকাসঃ
নিজের মা সহ আরও ৯ জনকে হত্যা করা এই মানসিক বিকৃত খুনিকে তৎকালীন টেক্সাস গভর্নর সিনিয়র বুষ ১৯৮৫ সালে অব্যাহতি দেন।
৯. রিচারড রামিরেজঃ
সস্বীকৃত “শয়তানের পূজারী” রামিরেজকে ১৯৮৯ সালে ১৩ টি খুনের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১০. আর. স্টিভেনসঃ
৪৫ টি খুনের জন্য ১৯৮৯ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১১. টেড বাণ্ডীঃ
১৯৭০ এর দশকে ১৬ জন নারীকে হত্যার জন্য ১৯৮৯ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১২. জেফরি ডেমারঃ
১৯৭৮-১৯৯১ পর্যন্ত ১৭ জনকে হত্যা এবং তাদের খেয়ে ফেলবার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং ১৯৯৪ তে কারাগারে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।
১৩. জন ওয়েনঃ
১৯৭২-১৯৭৮ পর্যন্ত ৩৩ জনকে হত্যার জন্য দায়ী।
১৪. ডেভিড রিফকিন ঃ
১৯৯১-১৯৯৩ পর্যন্ত ১৭ জন নারীকে হত্যার জন্য বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
১৫. চার্লসঃ
১৯৮৪-১৯৮৫ পর্যন্ত ১১ টি হত্যা করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৬. রবার্ট লি ইয়েটসঃ
১৯৯৬-১৯৯৮ পর্যন্ত ১৫ টি হত্যা করেন এবং বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে।
১৭. গ্যারি লিওনঃ
সর্বমোট ৪৮ টি খুনের জন্য দায়ী।
১৮. আইলিন উরনসঃ
২০০২ সালে ৭ জন পুরুষকে হত্যার জন্য এই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই খুনি পর্যটক অথবা যৌনকর্মীর ছদ্মবেশে পুরুষদের হত্যা করতো।
১৯. ডেরিক টড লিঃ
২০০১-২০০৩ পর্যন্ত ৬ জন নারী হত্যার সাথে জড়িত এই খুনিকে ২০০৪ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০. ড্যানি রোলিংঃ
১৯৯০-১৯৯১ পর্যন্ত মোট ৮ জনকে হত্যার দায়ে ২০০৬ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২১. এঞ্জেল মাচুরিনো রেসেন্দেজঃ
২০০৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই খুনি ১৯৯০ এর দশকের রেইলওয়ে খুন এর জন্য দায়ী।
২২. রবার্ট পিকটনঃ
২৬ টি খুনের জন্য ২০০৭ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
২৩. ডেনিশ রেডারঃ
১৯৭৭-১৯৯১ পর্যন্ত ১০ টি খুনের জন্য ২০০৫ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
২৪. এন্থনি সোয়েলঃ
ইউ এস এক্স “ম্যারিন” এই খুনিকে ১১ টি হত্যাকাণ্ডের জন্য ২০১১ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২৫. চেষ্টার টারনারঃ
১৯৮৭-২০১১ পর্যন্ত মোট ১৪ টি হত্যাকাণ্ডের জন্য দায়ী এই খুনি।
তথ্যসূত্রঃ
১. সি. এন. এন
ইমেজঃ
১. সি. এন. এন
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন