কী যে আলসে হয়েছি আমি.. প্রতিদিন-ই ভাবি আজকে একটা পোস্ট দেব, কিন্তু ক্লাস আর ল্যাব সেরে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। এই সেই করে খেয়েদেয়ে সাইন ইন করে ব্লগ পড়তে পড়তে-ই আম্মু-আব্বুর ডাক--- ঘুমিয়ে যাও।সকালে ক্লাস, না ডাকলে তো ওঠার কথা ভুলে-ই যাও।এল্যার্মটা যে কেন দাও যদি সেটা অফ করে আবার ঘুম দাও!
গোমড়া মুখে উঠে যাই আমি। এদিকে আম্মুর টিপ্পনী---- ব্লগ একটার মধ্যে যে কি পড়িস তুই! নিজের পড়ার তো নাম নেই! আমার তো ভালো-ই লাগে না...
পুরোনো পোস্ট গুলো পড়ি, আর ভাবি সবার মতো আমিও অনেক লিখবো, কিন্তু তা আর হয়ে ওঠে না....।
বিছানায় শুয়ে মনে মনে ব্লগ লিখি মাথার ভেতর।সকালে ছোটাছুটি করে ক্লাসে যাই আর সারা দিনের ব্যস্ততায় সব লেখা হারিয়ে যায় ....
ভাবি, সবাই স্কুল-কলেজ নিয়ে পোস্ট দেয়, আমি ও দেব।
সেমিনার হলো, সেই ভাবনাটা শেয়ার করব।
একটু গল্প লিখব।
একটা সাই-ফাই...।
কয়েকটা ছবিব্লগ, আর ভ্রমণকথন...।
এলোমেলো ভাবনাগুলো সব, হেঁটে আসা পথ, একসাথে মিলে থাকা শৈশব, শুন্যতা এবং মগ্নতা...
আর সারাদিনের ফাঁকে আনমনে লিখে ফেলা আমার কাব্যকথন গুলো....
কিন্তু লেখা হয় না, হয় না, লেখা হয়ে ওঠে না আমার.....
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৪