আপনাদের অনেকের হয়ত মনে আছে গত ১২ই মার্চ ২০১২ তে চারদলীয় জোটের মহাসমাবেশ বন্ধ করতে আওয়ামী সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল। ভুলে গিয়ে থাকলে একবার দেখে নিন :
View this link
তবে অনেকেই হয়ত জানেন না আর কি কি ঘটেছিল সেদিন। তারা নিচের লেখাটা পড়ে দেখতে পারেন :
হাচিনাবুর দপ্তর এ জরূরী মিটিং... হাচিনাবু তলব করেছেন সব মন্ত্রী গুলান রে....দেশের জরূরী পরিস্থিতিতে যখন বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে অস্থিতিশীল পরিবেশ গড়ে তুলার জন্য মহাসমাবেশ এর পাঁয়তারা কষেছে তখন মন্ত্রীপরিষদ দেশের আপামর নিরীহ জনসাধারণের জন্য কতটুকু কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা আলোচনা করার জন্যই এই জরূরী তলব....
তো সভা শুরু হইল
হাচিনা: কাদের কি খবর?
কাদের: আপনি তো জানেনই আপা আমি কেমন জনদরদী। আবুল মিঞা যোগাযোগমন্ত্রী থাকলে কি হত তা জানি না....কিন্তু আমি মোটামুটি রাস্তাঘাট সব এমনে বন্ধ করছি, বি এন পি তো বি এন পি, একটা পিপড়া ঢুকলে এই ওবায়দুল কাদের পদত্যাগ করবে....বাকী আল্লাহর ইচ্ছা....
হাচিনা: শাবাস কাদের, আমি জানি তুমি পারবে, তাইতো তোমারেই বসায়ছি.....যায় হোক
পাশ থেকে সুরঞ্জিত এর ফোড়ন: ট্রেন টাতো আমার দেখার কথা...."ট্রেন লাইন এ বডি দিব মাথা দিবনা জাতীয় কথা বার্তা বলা আমার সাজে না।"
আর কাদের ভাই রাস্তাঘাট কেমনে বন্ধ করবেন আমি জানি না, বন্ধ করতে হবে যানবাহন....রাস্তাঘাট কেমনে বন্ধ হয়???? আমি ট্রেন লাইন বন্ধ রাখিনি আমি বন্ধ রাখছি ট্রেন....দেখি মানুষ কেমনে ট্রেন এ করে আসে.....
ব্যাকগ্রাউন্ড এ ভিলেনী হাসি বাজছে.....
হাচিনা: ধুর সুরঞ্জিত এখন এগুলার টাইম না....এখন জাতীয় ঐক্য দরকার ওইসব জঙ্গিদের প্রতিরোধ এর জন্য। যাই হোক...শফিক কি খবর?
শফিক: দরকার হলে এ ধরণে সমাবেশ বন্ধে যে কোন ধরণের আইন আমি আজকেই পাশ করিয়ে ফেলব। এটা তো ৫ মিনিটের ব্যপার, আপনি শুধু আমার লগে থাকেন, দেখি কেমন একখান মাখখন আইন বানায়। এমনি তো আইন দেখিয়ে বিভিন্ন জায়গায় গ্রেফতার চলছে, তবে আপনি তো জানেন যে আইন এর ফাঁক আছে, ওই ফাঁক গলে যারা চলে আসবে তাদের জন্য নতুন আইন বানাতে হবে।
হাচিনা: বাদ দাও নতুন আইনের বহুত ঝামেলা...তোমার তো সব ব্যপারেই ফাঁক থেকে যায়। যায় হোক তাসারা খাতুন আছেন...ওতো চিন্তার কিছু নেই....তাসারা খাতুন.....
তাসারা খাতুন: আপনে আমার হাতে যখন দায়িত্ব দিয়েছেন তখন আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন। যদিও বেডরুমে ঘুমালে বেডরুমে নিরাপত্তার দায়িত্ব আমি নিতে পারমু না....সেক্ষেত্রে আপনি ড্রয়িং/লিভিং মায় বাথরুমে আরামে ঘুমান কোন চিন্তার কিছু নায়।
আর দেশের নিরাপত্তার কথা যদি জানতে চান, তাহলে বলি সারা দেশের সব পুলিশ এখন ঢাকায়, আমি তো চাচ্ছিলাম শান্তি মিশনে যে সব পুলিশ আছে ওদেরও নিয়ে চলে আসতে....দিপুমনি ভাবমূর্তির কথা শুনিয়ে আমারে থামায় দিল, দু চার টা লাশ তো আজকে পড়তেই পারে...ওইটার দায়ভার কিন্তু আমি নিতে পারবনা....ওটা দিপুমনি আর ওর ভাবমূর্তি কে নিতে হবে।
হাচিনা: আশরাফ, তোমার তো মনে হয় তেমন কোন কন্ট্রিবিউশন নায় দেখছি দেশের এই চরম সময়ে....
আশরাফ: কি কন, ফেরীঘাট, লঞ্চঘাট, বাস স্টেশন সব জায়গায় রক্ষীবাহিনী কনে ঠিক করল? কাদের সাহেব এর কাজ কারবার তো আমার জানা আছে, নিজের লুঙ্গি ঠিক রাখবার পারেন না, হ্যাতে ঠিক রাখব রাস্তাঘাট....যাই হোক যারা যারা ভুল করে আইসায় পড়ছে তাদের পেঁদিয়ে ফেরত পাঠানোর লোক ঠিক আছে.....হোটেল ফোটেল সব বন্ধ কইরা দিছি....কই থাকবি???? যদিও অনেক ভাইস্তা আমারে ফোনে কইতেছিল..চাচা হোটেল মোটেল যে সব বন্ধ কইরা দিতেছেন আমরা কি এই ২/৩ রাত ফূর্তি না কইরা থাকমু? আমি কইলাম ব্যাটারা শেরাটন, সোনারগাঁও তো খোলা রাখছিই তোমাদের জন্য...শুধু একটা কথা রেডিসন এর দিকে যাইও না....ওদিকে আমরা মানে তোমার বাবা/চাচারা একটু আড্ডা দিতে যামু। সাংবাদিক দের নিষেধ করা সত্তেও শুওরের বাচ্চারা ঠিক হাজির জায়গামত....ওগুলার তো আবার জানের ভয়ডর নায়....তয় আমিও ব্যবস্থা নিছি....টিভি চ্যানেলগুলারে কইছি কোন কিছু প্রচার না করতে আর আমার বাহিনী ক্যাবল মালিক দের রাখছে তক্তার উপর যাতে কোন চ্যানেল কোন কিছু সম্প্রচার করতে না পারে।
তয় একখান কথা আছে, এই আবুল্যার কারণে সব ভেস্তে যেতে বসেছে....
হাচিনা: আবুল্যা আবার কি করলো????
আশরাফ: আর কইয়েন না, সামু নামে একখান বলগ না ফলগ কি জানি এক ফাউল সাইট আছে, ওইখানে কিছু পোলাপাইন নাশকতা করার চেষ্টা করছে। আমরা যে দেশের নিরাপত্তার জন্য হেদিয়ে মরছি সেটা নিয়ে তো কোন কথায় নায়, খালি গনতন্ত্র চর্চা, মুক্তবুদ্ধি এই সব ফালতু টপিক নিয়ে রাজনীতির মাঠ ঘোলা করার চেষ্টা। এটা পুরা এই আবুল্যার দোষ....শালা এই ছোট্ট একখান জায়গা সেটাকেও বন্ধ রাখবার পারল না।
হাচিনা: হুংকার দিয়ে: আবুই্ল্যা....তোরে আমি আর আস্ত রাখছি....জলদি জলদি সামু/মামু বন্ধ কর। দরকার হলে ইন্টারনেট গেটওয়ে বন্ধ করে দে....কিন্তু এই সব নাশকতা আমি সহ্য করমুনা। ....৫ মিনিট সময় দিলাম...নয়ত তোর একদিন কি আমার একদিন......
............................................
........................................
....................
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৭