“শশক পুরুষ সত্যবাদী, মৃর্গ পুরুষ ঊর্ধ্বভেদী
অশ্ব বৃষ বেহুঁশ নিরবধি, কু’কর্মেতে সদাই মন।”
(পবিত্র লালন-৯১৫/৩)
লালন সাইজির এই উক্তিটা মাথার উপর দিয়ে গেল তো? সমস্যা নেই, সংক্ষেপে বুঝায় দেওয়ার চেষ্টা করছি।
পুরুষ রতিশাস্ত্ৰ অনুযায়ী পুরুষকে চারটি ভাগে ভাগ করা হয়েছে-
১. শশক জাতীয় পুরুষ
২. মৃগ জাতীয় পুরুষ
৩. বৃষ জাতীয় পুরুষ
৪. অশ্ব জাতীয় পুরুষ
প্রথমেই কথা বলব শশক জাতীয় পুরুষ নিয়ে। একদম পার্ফেক্ট পুরুষ হচ্ছে শশক জাতীয় পুরুষ। তাদের নেই কোনো পাপ, মন একদম জলের মত পরিষ্কার। অন্যের উপকার করতে ভালবাসে। দুনিয়াতে যত ভাল গুণ আছে সব এদের মধ্যে বিদ্যমান, আর খারাপ সব গুণ এই জাতীয় পুরুষ থেকে আছে দূরে। এরা শান্ত স্বভাবের, বাচনভঙ্গি আপনাকে করবে মুগ্ধ। শরীরের আকারের কথা বললে এদের আকার সুগঠিত, না বড় না ছোট অর্থাৎ মাঝারি। এদের চুল হবে কোঁকড়ানো। নারীদের প্রতি আছে একনিষ্ঠতা আর পছন্দ করে উচ্চ মানসিক প্রেম। তাই নেই বিভিন্ন নারীর প্রতি আসক্তি। গুরুজন আর জ্ঞানীদের প্রতি রয়েছে তাদের ভক্তি।
তারপর যে পুরুষ নিয়ে বলব সেটা হচ্ছে মৃগ জাতীয় পুরুষ। কমবেশি সবাই বাহুবলি দেখেছি। এই টাইপের পুরুষ হয় বাহুবলির মত দীর্ঘাঙ্গ, বলবান, শক্তিশালী। তারা হয় ভোজনপ্রিয়, প্রায় সব ধরণের খাবারই তারা খেতে ভালবাসে। তারা গানবাজনা পছন্দ করে। গুরুভক্তি বিদ্যমান এবং সাধারণত ধর্মভীরু। শশকের থেকে পার্থক্য এখানেই যে শশক পুরুষ একেবারেই পাপহীন হলেও মৃগ পুরুষের মনে পাপ বিদ্যমান। বাইরে বাইরে ভাল দেখালেও এদের ভিতরে জমে থাকে হিংসা, অপরাধ প্রবণতা। শশক অপেক্ষা বেশি নারীদের প্রতি আসক্তি বিদ্যমান।
পাশ দিয়ে হাঁটবেন সুপারির গন্ধ পাবেন, ধরে নিবেন এরা বৃষ জাতীয় পুরুষ। পা ছোট, জিহ্বা বড়। একদম লজ্জাহীন, ধর্মের প্রতি পুরা উদাসীন। পাপে পরিপূর্ণ মন। নারীদের প্রতি আসক্তি আর দুর্বলতা যেন এদের রক্তে মিশে আছে।
সবশেষে অশ্ব জাতীয় পুরুষ। দেহ রক্তিম বর্ণ। এদের চেনা সবচেয়ে সহজ। কারণ বর্তমান পৃথিবীতে এদের সংখ্যা এখন সর্বোচ্চ। এরা অধার্মিক, মিথ্যাবাদী, দুরাচার। সবসময় কারো না কারো পিছে লেগে থাকবে। মদের প্রতি এদের অফুরন্ত ভালভাসা। এরা একাই পৃথিবীর সব নারীদের করতে চায় আপন। তাইতো যে নারীকেই দেখে সেই নারীর প্রতিই আসক্ত হয়ে পড়ে। এরা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে, অনেক বেশি কথা বলে। আকারের কথা বললে এদের মুখ লম্বাটে, কান সরু, চুল ঘন। এদের রয়েছে মেঘের গর্জনের মত কণ্ঠস্বর।
এবার বলুন আপনি কোন টাইপের পুরুষ..........................................
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৯