~~~ ব্লাক মান'ডে~~~
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
"ব্লাক মান'ডে" Black Monday~~~
আমাদের দেশে যেমন "৯৬-সাল" ঠিক তেমন-ই "ব্লাক মান'ডে"-ও বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নিকট এক মূর্তি-মান আতংকের নাম!!! এবং এটি বিশ্ব-ব্যাপী শেয়ার বাজার-এর ধ্বস্ সম্পর্কিত প্রচলিত বহুল-ব্যবহৃৎ ও সবচেয়ে পরিচিত শব্দ।
১৯৮০'এর দশক-এ বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং এক-ই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে এর সূচক-এর মান-ও। এই সময়-এ বিভিন্ন দেশের শেয়ার বাজারে বিভিন্ন-ভাবে মূল্য-সংশোধন করা হলে-ও বিনিয়োগ-কারীদের আগ্রহ এবং বিশ্ব-ব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির কারণে শেয়ারসমূহের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে।
১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারে এক অভাবনীয় ধ্বস নামে; যা মূলত হংকং-এর শেয়ার বাজার হেংসেং থেকে শুরু করে আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর পশ্চিম দিকে ধেয়ে ইউরোপকে আঘাত করে মার্কিন যুক্তরাস্ট্র-এর ডো জনস্-এ ব্যাপক ধ্বস নামায় এবং এক-দিন সর্বোচ্চ ৫০৮.৩২ পয়েন্ট (তখন পর্যন্ত) কমিয়ে দেয়! শতকরা হিসেবে ২২.৬১ ভাগ হ্রাস পায় এবং ২২৪৭.০৬ থেকে এক-কর্ম দিবসেই ১৭৩৮.৭৬-এ নেমে আসে!!!
ডো জনস্ শিল্প গড় বা The Dow Jones Industrial Average (DJIA)~~~
অর্থনীতি বা শেয়ার বাজার সম্পর্কিত শব্দ "ডো জনস্ শিল্প গড়" বা The Dow Jones Industrial Average (DJIA) -কে অনেকে The Industrial Average / The Dow Jones / The Dow 30 বা শুধুমাত্র The Dow বলে থাকেন। এটি একটি শেয়ার বাজার সম্পর্কিত ইনডেক্স, যা ডো জনস্ এন্ড কোম্পানীর কো-ফাউন্ডার এবং ওয়াল স্ট্রীট জার্নাল-এর সম্পাদক চার্লস্ ডো এবং তার ব্যবসায়ীক সহযোগী ও পরিসংখ্যানবিদ এডওয়ার্ড জোনস্ কর্তৃক প্রবর্তিত।
The Dow Jones Industrial Average (DJIA) ইনডেক্স-এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ৩০ টি বিশালাকার পাবলিক শেয়ারড কোম্পানী যে-কোনো একটি কর্ম-দিবসে শেয়ার বাজারে লেনদেন সম্পন্ন করছে তা প্রদর্শন করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্র-এর শেয়ার বাজারে প্রচলিত ইনডেক্সগুলোর মধ্যে ২য় পুরাতন সূচক, যা The Dow Jones Transportation Average -এর পর-ই ব্যবহৃত হয়। বর্তমানে The CME Group এই ইনডেক্সের মালিক।
ভয়াল সোমবার ১৯৮৭~~~
১৯৮৭ সালের ১৯ অক্টোবর। হংকং-এ হয় ধ্বস-এর সূচনা, সূচক পড়ে যায় ৪৫.৫%। ধেয়ে চলে তা আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর পশ্চিম দিকে। সামান্য ধরাশয়ী হয় এশিয়া এবং পূর্ব ইউরোপ। কিন্তু পশ্চিম ইউরোপ থেকে আবার শুরু হয় ধ্বংস-লীলা; প্রধান শিকার স্পেন (৩১%) এবং যুক্তরাজ্য (২৬.৪%)। ধ্বস না-থেমে এগিয়ে চলে যুক্তরাষ্ট্র অভিমূখে এবং ধ্বস নামায় ২২.৬% আর কানাডায় (২২.৫%)। এরপর-ও তা না-থেমে ছুটে চলে এবং চূড়ান্তভাবে ধ্বসিয়ে দেয় অস্ট্রেলিয়া (৪১.৮) আর নিউজিল্যান্ডের (৬০%) বাজারকে(ব্লাক টুইজ'ডে)!!! আর এসব বাজার পুনরায় ব্লাক মান'ডে-এর পূর্বের অবস্থায় আসতে বেশ কয়েক বছর সময় নেয়; যেমনঃ কানাডা-তে প্রায় আড়াই বছর লেগে যায়!
বিশ্ব-ব্যাপী পুরো অক্টোবর মাস জুড়ে চলা এই ধ্বস-এ সবচেয়ে কম-ক্ষতিগ্রস্থ হয় অস্ট্রিয়ান শেয়ার বাজার (১১.৪%)এবং সর্বোচ্চ হংকং (৪৫.৮%)। বিশ্বের প্রদান ২৩ টি শিল্পোন্নত দেমের মধ্যে ১৯ টি দেশের ক্ষেত্রেই দেখা গেছে যে সূচক ২০%-এর-ও বেশি পড়ে গেছে এই-সময়ে!
শেয়ারের মূল্য পতনের কারণঃ~~~
১৯৮০'এর দশক-এ বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারে বিনিয়োগ করার হার বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে নতুন নতুন কোম্পানী যুক্ত হতে থাকে এখানে। ফলে বৃদ্ধি পেতে থাকে এর সূচক-এর মান-ও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে ১৯৮৭ সালের মধ্যে নিউ ইয়র্ক-এ শেয়ার বাজার ২৩ গুন বেশি আয় করে এবং এই সময়-এ ১৪.৫ গুন মূল্য বৃদ্ধি ঘটে।
বিভিন্ন দেশের শেয়ার বাজারে এই প্রতিক্রিয়া দেখা গেলে-ও এর-মূল কারণ আজও অজ্ঞাত। প্রধান যে-সব কারণ এই ক্ষেত্র ধারণা করা হয় তার মধ্যে রয়েছেঃ
১. কম্পিউটার বেজড প্রোগ্রাম-এর কারণে;
২. অতি-মূল্যায়িত শেয়ার;
৩. তারল্য-সংকট;
৪. গুজব ও জুয়াড়ীদের কারসাজি;
৫. ইউরোপ ও আমেরিকার বন্ড মার্কেট-এর পতন;
৬. জার্মানীর মুদ্রানীতির পরিবর্তনে যুক্তরাস্ট্রের চাপ-প্রয়োগ;
৭. জি-৭ ভূক্ত শিল্পোন্নতদেশ-গুলোর মধ্যকার অর্থনৈতিক টানাপোড়ন;
৮. যুক্তরাস্ট্র কর্তৃক ইরানী জাহাজ আক্রমণ~~~ প্রভৃতি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আগামী-কাল আর একটি ১৯ অক্টোবর!!! বাংলাদেশের শেয়ার বাজারে আজ যে-ধরনের অবস্থা বিরাজ করছে, তা যে-কোনো সময়-ই আরেক-টি '৯৬-সালের বা ভয়াল অক্টোবরের জন্ম দিতে পারে। তাই আসুন, আমরা সকলে শেয়ার বাজারে বিনিয়োগ-এর বিষয়-এ সচেতন হই!
আর সব-চেয়ে বড় কথাঃ
বাঙ্গালী হুজুগ-প্রিয় জাতি, কিন্তু তাই বলে শেয়ার বাজারে হুজুগ-এ মাতবেন-না! কারণ, শেয়ার বাজারে আপনি আবার-ও সুযোগ পাবেন!! পাবেন-ই!!!
সকলকে অসংখ্য ধন্যবাদ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সূত্রঃ
১. উইকি
২. US History Encyclopedia
৩. Fadiman, Mark. Rebuilding Wall Street: After the Crash of '87, Fifty Insiders Tell About Putting Wall Street Together Again. Englewood Cliffs, N.J.: Prentice Hall, 1992.
৪. Metz, Tim. Black Monday: The Catastrophe of October 19, 1987, and Beyond. New York: Morrow, 1988.
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন