উৎসর্গ
লেখাটি আমি... সাম-হয়্যার-ইন-ব্লগ-এর সে-ই সকল ব্লগার-এর উদ্দেশ্যে উৎসর্গ করছি...
যারা... আস্তিক-নাস্তিক দ্বন্দ নিয়ে এক-দম-ই নিশ্চুপ থাকার চেষ্টা করেন... এবং... আমরা যারা এই কাজ-টি করি... তা-দের উপর চরম বিরক্ত-বোধ করেন...
শুরুর কথাঃ
বর্তমানে বাংলাদেশে ডাক-টিকিট ও অন্যান্য আনুষাঙ্গিক দ্রব্যাদি সংগ্রহকারীদের দুটি প্রধান সংগঠন রয়েছেঃ "ফিলাটেলিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ" বা সংক্ষেপে PAB (প্যাব) এবং "বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক এসোসিয়েশন" বা সংক্ষেপে BNPA (বিএনপিএ)। ব্যক্তিগতভাবে এক যুগের-ও বেশি সময় ধরে এই দুটি সংগঠন-এর সাথে জড়িত থাকার ফলে (PAB-এর এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং BNPA-এর আজীবন সদস্য) এই বিষয়-এ অল্প-স্বল্প জানার সুযোগ হয়েছে। ব্লগারদের জন্য তাই এই বিষয়-টি নিয়ে একটু লিখছি...
শখঃ
"শখ" বিষয়টি এমন একটি বিশদ বিষয়, যার প্রকৃত সংজ্ঞা দেয়া বেশ জটিল একটি কাজ। সাধারণ ভাষায় বলা চলেঃ "মানুষ তার কর্মের মধ্যকার অবসর সময়গুলো-তে যা যা করে বা যা করে আনন্দ পায়, তা-ই শখ"। Encyclopadia of Britannica -তে "শখ"-এর সংজ্ঞা-তে আমরা পাই "Hobbies, broadly defined, are constructive leisure-time activities that may have a variety of goals; pleasure, relaxation, therapy, self-improvement, travel with a purpose, community service, achieving recognition and popularity, or making new friends and social contacts. Others goals may include developing a vocation or making money. Hobbies may also defined by focussing on the individual's attitude toward any particular leisure-time activity; if he thinks of it as a hobby, if it fills his non-working hours in a relaxing and rewarding fashion that gives him pleasure or satisfaction, to him it is a hobby."
শখ-এর প্রকার-ভেদঃ
শখ-এর দুটি প্রকার দেখতে পাওয়া যায়ঃ
১. সংগ্রহ-সংশ্লিষ্ট (যেমনঃ ডাক-টিকিট সংগ্রহ, মুদ্রা সংগ্রহ, চিত্রকর্ম সংগ্রহ ইত্যাদি) এবং
২. সংগ্রহ-বিহীন (যেমনঃ ছবি আঁকা, গান শোনা, বেড়ানো, ব্লগিং ইত্যাদি)।
ডাক-টিকিট সংগ্রহ শব্দটি কি-ভাবে এলোঃ
বর্তমানে আমরা ডাক-টিকিট এবং অন্যান্য আনুষাঙ্গিক দ্রব্যাদি সংগ্রহ করার শখ-কে বলে থাকি "ফিলাটেলী"। ১৮৬৪ সালে সর্ব-প্রথম এই শব্দটি ব্যবহার করা হয় ফ্রান্স-এ ম্যানসন জর্জ হার্পিন কর্তৃক। "ফিলাটেলী" বা "PHILATELY" মূলত একটি গ্রীক-জাত শব্দ; যা দুটি মূল গ্রীক শব্দ "PHILOS" এবং "ATELOS" হতে এসেছে। প্রথম অংশ "PHILOS", অর্থঃ ভালোবাসা / আগ্রহ / অনুরাগ / আসক্তি; এবং দ্বিতীয় অংশ "ATELOS" অর্থঃ পূর্বে পরিশোধিত কর / কর হতে অব্যাহতি / যে কর পূর্বে দিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ, "ফিলাটেলী" বা "PHILATELY" দ্বারা বোঝানো হয়, এমন একটি কিছুর প্রতি অনুরাগ বা আগ্রহ বা ভালোবাসা যার কর বা মাশুল পূর্বে-ই আদায় করা হয়েছে।
ডাক-টিকিট সংগ্রহ-এর পরিধিঃ
কেবল-মাত্র ডাক-টিকিট সংগ্রহ-এ নয়, ফিলাটেলীর অন্তর্ভূক্ত রয়েছেঃ
১. এ্যারো-ফিলাটেলীঃ বিমান ডাক-টিকিট, এনভেলাপ, দ্রব্য পরিবহণ সম্পর্কিত বিষয়াদী।
২. এ্যাস্ট্রো-ফিলাটেলীঃ মহাকাশ গবেষনা, আবিষ্কার, অভিযান সম্পর্কিত বিষয়াদী।
৩. ক্যানসেলেশনঃ সাধারণ ও বিশেষ পোস্ট মার্ক সম্পর্কিত বিষয়াদী।
৪. ডাক-টিকিটঃ ব্যবহৃৎ এবং অ-ব্যবহৃৎ ডাক-টিকিট, চিঠি-পত্র সম্পর্কিত বিষয়াদী।
৫. নন-পোস্টাল স্ট্যাম্পঃ রাজস্ব টিকিট, সেভিংস টিকিট, পাসপোর্ট টিকিট ইত্যাদি ডাক-ব্যবস্থা বহিঃর্ভূত টিকিট সম্পর্কিত বিষয়াদী।
৬. ফরমঃ মানি-অর্ডার, প্রপ্তি-স্বীকার ইত্যাদি ডাক-ব্যবস্থা সংশ্লিষ্ট ফরম সম্পর্কিত বিষয়াদী।
৭. ফ্রাংকিং ও লেবেলঃ মিটার ফ্রাংকিং, রেজিস্ট্রেশন ও পার্সেল এর জন্য ব্যবহৃৎ লেবেল সম্পর্কিত বিষয়াদী।
৮. ম্যাক্সি কার্ডঃ বিশেষ ঘটনা বা চিন্তা-ভাবনা নিয়ে প্রকাশিত ছবি-যুক্ত পোস্ট কার্ড এবং-এর সাথে সম্পর্কিত বিষয়াদী।
৯. স্টেশনারীঃ পোস্ট কার্ড, এনভেলাপ, বই প্রভৃতি সম্পর্কিত বিষয়াদী।
উল্লেখ্যঃ ফিলাটেলিস্ট-দের ধারণা, পোস্ট অফিস থেকে যা কিছু প্রকাশিত হয় তা-র সবই সংগ্রহ-যোগ্য!
[email protected]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমার সম্পর্কে... অনেক ব্লগার-এর-ই... অভিযোগ... আস্তিক-নাস্তিক দ্বন্দ নিয়ে যত-টা লিখি... অন্যান্য বিষয় নিয়ে... ঠিক তত-টা-ই নির্লিপ্ত...
কিন্তু একটা বিষয় সম্ভবতঃ আপনারা জানেন-না... আমি নিজে... ব্লগ-এ... প্রায় সব ধরণের লেখা-ই পড়ি এবং মন্তব্য-ও করি... তবে... এখান-এ আমি... ডাক-টিকিট সংগ্রহ সম্পর্কিত লেখা খুজে হয়রান হয়েছি!!!... যেহেতু... আমি এর সাথে জড়িত... তাই... এটা নিয়ে নিজে-ই লিখলাম আজ!!!...
সকল-কে ধন্যবাদ...