আপনি জানেন কি???...
সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল নিন্দা করতে শেখে।
শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল হানাহানি করতে শেখে।
বিদ্রূপের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল লাজুক হতে শেখে।
কলংকের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল অপরাধবোধ শেখে।
ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে
সে সহিষ্ণুতা শেখে।
উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে আত্মবিশ্বাসী হতে শেখে।
প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে
সে মূল্যায়ন করতে শেখে।
নিরপেক্ষতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে ন্যায়পরায়ণতা শেখে।
নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে
সে বিশ্বাসী হতে শেখে।
অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে
সে নিজেকে ভালোবাসতে শেখে।
স্বীকৃতি আর বন্ধুদের মাঝে বেঁচে থাকলে
সে শিশু পৃথিবীতে ভালোবাসা খুঁজে পেতে শেখে।
~~~ আপনার শিশুর প্রতিপালনে মনে রাখুন এই কথাগুলো... গড়ে তুলুন এক সুন্দর পৃথিবী!!!...
ধন্যবাদ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
উৎসঃ ফিলিয়াম, মাদ্রিদ প্রকাশিত একটি পোস্টার থেকে নেয়া (বাংলাদেশ শিশু একাডেমী কতৃক অমর একুশে ১৯৯৪ উপলক্ষে প্রকাশিত)।