দূর্নীতিতে আকন্ঠ ডুবে আছি আমরা ~ আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে তথা এই সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজ দূর্নীতির বসতি... দেশের বিভিন্ন কর্মক্ষেত্রেই এর বিস্তার... কোথাও কম আর কোথাও বেশি- পার্থক্য বলতে এতটুকুই... দেশ পরিচালনাকারী প্রশাসন হতে শুরু করে তৃণমূল আর অসহায় দীন-দুঃখীদের সেবার সাথে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যক্রম- সর্বত্রই এর অবাধ বিচরণ...
দেশের সকল ক্ষেত্রের সাথে তাল মিলিয়ে দূর্নীতি কালো থাবা আজ শিক্ষার ন্যায় মনুষ্যত্বের বিকাশ সাধনকারী মৌলিক বিষয়েও বিস্তৃত হয়েছে... মানুষ গড়ার কারিগর আজ নিজেই দূর্নীতিতে মেতে উঠেছে... জাতির এই অধঃপতনের মূল-ও তাই বিস্তার লাভ করছে বাঁধাহীন গতিতে; কারণ যারা পথ-প্রদর্শণের জন্য আদর্শ হতে পারতেন তাঁরাই যে আজ এই ইদুঁর দৌঁড়ে নিজেদের জড়িয়ে ফেলেছেন...
২০০৫ সাল থেকে সরাসরি জড়িত থেকে আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে যেসব দূর্নীতি আর অসামঞ্জস্যতার দেখা পেয়েছি সেসবের উপর একজন শিক্ষক হিসেবে নয় একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পূংঙ্খানুপূংঙ্খ পর্যলোচনা করছি... আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভাবাবে... দেশ নিয়ে ভাববেন আপনারা... ভাববেন এই সোনার দেশের সোনার মানুষগুলোকে নিয়ে যাদের রক্ত-জল করা পরিশ্রমের অর্থে গড়ে উঠছে আমাদের এই মিথ্যা আর নোংরামীর বেসাতি...
দেশের এ-দূরাবস্থার জন্য কাউকে একক-ভাবে যদি দায়ী করতে হয় তবে সেটা আমাদেরকেই করবেন... আমরা বলতে আমরা সবাই... শীর্ষ থেকে একদম মূল পর্যন্ত... তবুও কেন যেন মনে হয় আলাদাভাবে দেখতে গেলে কেবল শিক্ষকরাই পারতেন এর বিরুদ্ধচারণ করতে... কিন্তু এই অভাগা-দিশাহীন দেশ তার থেকেও বঞ্চিত... শুধুমাত্র দীর্ঘশ্বাস-ই আমাদের একমাত্র সম্বল আজ...
....................................................................................
ধন্যবাদ সবাইকে (চলবে...)...
ট্যাকনিক্যাল কারনে পুনঃপোস্ট করা হলো~~~~