আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দুর্নীতিকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করতে জনগণকে সম্পৃক্ত হতে হবে। ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়।গতকাল শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে এ উপলক্ষে একাধিক র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় নগরীর শহীদ হাদিস পার্কে ‘আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোঃ মসিউর রহমান, জেলা প্রশাসক মোঃ জমসের আহাম্মদ খন্দকার ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, ইঞ্জিঃ আজাদুল হক, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মনিরুজ্জামান রহিম, এ্যাড. শামীমা সুলতানা শীলু, অধ্যাপক আনোয়ারুল কাদির, এ্যাড. কুদরত-ই-খোদা, মোঃ নিজামউর রহমান লালু, শেখ মোশাররফ হোসেন, এস এম আকতার উদ্দিন পান্নু, সরদার মোমিনুল ইসলাম পারভেজ, আল জামাল ভুইয়া, দুদকের সহকারী পরিচালক আমিনুর রহমান, অধ্যক্ষ ইঞ্জিঃ আবুল কালাম আজাদ, মোঃ ফজলুর রহমান, এ্যাড. শেখ আবুল কাশেম, এ্যাড. শফিকুল আলম সুজন, আশরাফুল ইসলাম নান্নু প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। বিগত সরকারের আমলে দেশ সর্বগ্রাসী দুর্নীতির কবলে পতিত হওয়ায় উন্নয়নের ধারা ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যে সরকারের এই কর্ম প্রচেষ্টায় সকলকে এগিয়ে আসতে হবে এবং ব্যাপক জনসচেনতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে কেসিসি মেয়রের নেতৃত্ব দুর্নীতি বিরোধী র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী। সনাক খুলনার আহবায়ক প্রফেসর মোহাম্মদ জাফর ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য শামীমা সুলতানা শীলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক, খুলনার যুগ্ম-আহবায়ক অধ্যাপক আনোয়ারুল কাদির। টিআইবি প্রদত্ত ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য রোজী রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক খুলনার সদস্য ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক অধ্যক্ষ এম এ কাইয়ূম। আলোচনায় অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হালিমা ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব এস এম দাউদ আলী, সরকারি আযম কমার্স কলেজের অধ্যক্ষ এম আবুল বাশার মোল্লা, সুজন খুলনার সহ-সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, সুজন খুলনার সাধারণ সম্পাদক এডভোকেট কুদরত-ই-খুদা, খুলনা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, সনাক সদস্য রোজী রহমার, এ্যাডঃ অশোক কুমার সাহা, সিয়ামের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ, গৃহসুখনের মাসুমা রহমান, এসএম ইদ্রিস আলী, তৌহিদুল ইসলাম, আইনুল হক, ছাত্র মোস্তাকিম বিল্লাহ, ইয়েস সদস্য ইমরুল কায়েস, দীপন ঘোষ প্রমুখ।সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সাধারণ জনগণ একত্রিত হয়ে তাদের মতামত ও মতাদর্শ সঠিকভাবে ব্যক্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি প্রশমিত হবে না। সেইসাথে রাষ্ট্র যন্ত্রকেও বাধ্য করতে হবে দুনীতির বিরুদ্ধে সোচ্চার হতে। তাহলেই দুর্নীতি মানুষের সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে। আর এটি সম্ভব জনসম্পৃক্ততার মধ্যদিয়ে।বক্তারা আরও বলেন, স্বাধীনতার চল্লিশ বছর পরও আজ দুর্নীতির বিরুদ্ধে সভা সেমিনার করার বিষয়টি সত্যিই দুর্ভাগ্যজনক। দুর্নীতি দমনের পাশাপাশি পরিবার, সমাজ জীবন এবং কর্মক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এর ফলে দ্রুত দুর্নীতি কমিয়ে তা’ সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে এবং জাতীয় উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে তা’ অবদান রাখবে। সভায় কি কাজে কি ধরনের শাস্তির ব্যবস্থা আছে তা’ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করার সুপারিশ করা হয়। সেইসাথে দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রযন্ত্রসহ রাজনীতিবিদদের আরো আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।অপরদিকে প্রগতি দুর্নীতি বিরোধী জেলা কমিটির উদ্যোগে গতকাল বিকেলে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও অভিযোগপত্র রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।দিবস উদযাপন কমিটির আহবায়ক এম, নাজমুল আজম ডেভিডের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন প্রগতি দুর্নীতি বিরোধী জেলা কমিটির আহবায়ক এ্যাড. শামীমা সুলতানা শীলু। অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কেসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপিকা রুনু বিথার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. অশোক কুমার সাহা, আলহাজ্ব লোকমান হাকিম, প্রবীর বিশ্বাস, সিলভি রহমান, পারভীন রহমান পান্না প্রমুখ।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা


অনু গল্পঃ শেষ বিকেলে
ছবিঃনেট
শীত যাই যাই করছে, বিকেলের রোদের আলো আকাশ জুড়ে ছড়িয়ে, পুকুর পাড় ঘেঁষে যে পুরোনো আমগাছটা দাঁড়িয়ে আছে, তার নিচে ছায়া পড়ে আছে নিঃশব্দে।
সেই ছায়ায় বসে আছেন মিজান... ...বাকিটুকু পড়ুন
Dragon: ডিগ্রী লাভের জন্য আপনি কি পরিশ্রম করেছিলেন ?
সাধারণত ভারতীয় মুভি তেমন দেখা হয় না। অনেকদিন পর গত শনিবার একটা ভারতীয় মুভি দেখলাম। আসলে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে যুদ্ধের মুভির খুজতেসিলাম যে মুভিতে ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় সামরিক... ...বাকিটুকু পড়ুন
কার্যক্রম বন্ধ, কিন্তু দল বহাল: তাহলে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা হচ্ছে কিভাবে?
কার্যক্রম বন্ধ, কিন্তু দল বহাল: তাহলে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা হচ্ছে কিভাবে?
বাল (Bangladesh Awami League = BAL), অর্থাৎ বাংলাদেশ আওয়ামী... ...বাকিটুকু পড়ুন
জার্মানিতে নাৎসি দল বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ....
জার্মানিতে নাৎসি দল বাংলাদেশে আওয়ামী লীগ....
জার্মানিতে যেভাব নাৎসি দল নিষিদ্ধ হয়েছিলঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর নাৎসি দল নিষিদ্ধ করা হয়। মিত্রবাহিনী নাৎসিবাদ নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় দলটিকে অবৈধ ঘোষণা করে এবং... ...বাকিটুকু পড়ুন
ফ্যাসিস্টদের পরে উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
আমাদের ধর্মে যারা উগ্রপন্থা সমর্থন করেন, তারা বেশিরভাগ সময়ই দেখা যায়, আমাদের নবীজীর যুদ্ধ এবং যুদ্ধ সম্পর্কে তাঁর ভবিষ্যতবাণীকে টেনে আনেন। ইসলামের শত্রুরাও এতে লাই পেয়ে যান। কিন্তু, নবীজির বেশির... ...বাকিটুকু পড়ুন