আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রকাশ্যে পাকিস্তানের সাথে সহযোগিতা করার কারণে জামাতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করার কোনও নৈতিক অধিকার রাখে না। দেশপ্রেমিক মাত্রই এই জিনিষটি নিশ্চয়ই স্বীকার করবেন। কিন্তু কথা হচ্ছে ভিন্ন দিক থেকে প্রায় একই জাতীয় কারণে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও কি প্রায় একই দাবী রাখে না?
মাত্রই হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে নির্বাচন করা নিয়ে যা বলেছে ভারত সরকারকে সেটা নিশ্চয় আপনাদের নতুন করে জানাতে হবে না। কথা হচ্ছে এটা কি পরিষ্কারভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌম বিরোধী বক্তব্য নয়?
ভারত আমাদের দেশের ব্যাপারে কি কি ভাবে হস্তক্ষেপ করেছে আর নানাভাবে অর্থাৎ আরও পরিষ্কারভাবে বললে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা যে কিভাবে বাগিয়েছে সেটা এক দলকানা আওয়ামী লিগার বা নিতান্ত ভারতপন্থী ছাড়া সবাই জানে। কিভাবে প্রায় বিনামুল্যে ট্রানজিট সুবিধা, পাতানো নির্বাচন করে গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের ক্ষমতা অবৈধভাবে জবরদখলকারী সরকারকে সবদিক দিয়ে সমর্থন দেয়া থেকে শুরু করে সমানে সীমান্তে মানুষ হত্যা, দেশের পররাষ্ট্রনীতিতে অন্যায্য প্রভাব ফেলা, সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র করানো, গঙ্গা ও তিস্তার পানিবণ্টন নিয়ে প্রতারণা থেকে শুরু করে লাগাতারভাবে বহু অন্যায় করে গেছে ভারত বছরের পর বছর। আর তাদের বিশ্বস্ত দোসর আওয়ামী লীগ যে কি পরিমাণ ভয়াবহ সমস্ত অন্যায় আর লুটতরাজ চালিয়েছে দেশে এই ভারতের মদদপুষ্ট হয়ে সেটার ফিরিস্তি নতুন করে দেয়ার কিছু নেই।
হাঁ, তারা দেশের অনেক উন্নয়ন করেছে একথা সত্য। কিন্তু পাশাপাশি একথাও সত্য যে এই উন্নয়নের সাথে সাথে দেশের গণতন্ত্র নষ্ট করা থেকে শুরু করে ভয়াবহ সমস্ত অন্যায়, গুম-খুন, লুটতরাজ আর অর্থ পাচার করেছে। “উন্নয়নেও আছি, লুটপাটেও আছি” - এই ছিল তাদের অঘোষিত নীতি!! সত্যিকার অর্থে, উন্নয়ন যতো না করেছে লুটপাট চালিয়েছে তার থেকে বহুগুণ বেশী। সম্প্রতি এক হিসাবে দেখা যাচ্ছে যে যে পরিমাণ টাকা তারা বিদেশে পাচার করেছে তা দিয়ে ৩৭টা পদ্মা সেতু তৈরি করা যেতো।
এতো সমস্ত কেলেঙ্কারি আর ব্লাণ্ডার এর কথা না হয় বাদ ই দিলাম। ক্ষমতায় থাকার জন্য তারা এক ভারতের স্বার্থেই দেশে যা যা করেছে সেটা কি ঐ ৭১ এ জামাতে ইসলাম যা করেছে পাকিস্তানের স্বার্থে সেটার থেকে কি কম কিছু?
আর আজ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নির্বাচন নিয়ে নগ্নভাবে ভারতের প্রতি যে আহবান জানিয়েছে সেটাও পরিষ্কারভাবে ভারত আর আওয়ামী লীগ এর সম্পর্কটাকে তুলে ধরে এবং একই সাথে সেটা ভারতকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করানোর একটা পরিষ্কার আহ্বান।
৭১ এর মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে দেশে জামাতে ইসলামের যেমন কোনও রাজনীতি করার নৈতিক অধিকার থাকা উচিৎ নয় তেমন আওয়ামী লীগ ভারতের স্বার্থে যেভাবে দেশের স্বার্থ উপেক্ষা করে কাজ করেছে তার জন্যও আওয়ামী লীগেরও কি এদেশে রাজনীতি করার কোনও নৈতিক অধিকার থাকা উচিৎ? যে অপরাধে জামাতে ইসলাম দোষী সেই একই ধরণের অপরাধে আওয়ামী লীগও কি দোষী নয়?
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৫