অবিশ্বাস্য, অবিস্মরণীয় প্রিয় বাংলাদেশ!! আবারো প্রমাণিত হল মানুষের শক্তির কাছে সকল স্বৈরাচারই অসহায়। যতোই শক্তি থাকুক না কেন শেষটায় ফলাফল উল্টে দেবে এই মানুষই, যাদের এই স্বৈরাচার দীর্ঘকাল ধরে পায়ের তলে দাবিয়ে রেখেছিলো। অজস্র গুম খুন, রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ড আর রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী দিয়ে জুলুম করেও যে শেষতক পার পাওয়া যায়না এটা আবারো প্রমাণ করলো এই বাংলার মানুষ। ছোটবেলায় দেখেছিলাম ৯০ এর সেই গণ অভ্যুত্থান। আজ আবারো দেখলাম সেই গণ অভ্যুত্থান নতুন করে, নতুন আঙ্গিকে। এটা ২০২৪ এর গণ অভ্যুত্থান। আবারো স্বৈরাচারের পতন। অভিনন্দন বাংলাদেশের মুক্তিকামী জনতা!! বিশেষ করে এই অভিনন্দন তাদের প্রাপ্য যারা মাঠে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াইয়ে শামিল ছিলেন। বাংলাদেশ এর মানুষ চিরকাল সে বীর সেনানীদের স্মরণ করবে শ্রদ্ধার সাথে।
এদিকে জী নিউজের খবর, পতিত স্বৈরাচার হাসিনা উড়ে গিয়ে ভারতে পৌঁছেছে। ভারতের প্রিয় গোলাম আর কোথায়ই বা যেতে পারে? এর আগে শ্রীলঙ্কার রাজাপাক্সে যেভাবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছিল এবার সেই একই পথ ধরে পালালো হাসিনা।
যুগে যুগে স্বৈরাচারের পতন এভাবেই হয়। শেষতক পালানো ছাড়া আর পথ থাকে না।
এই জন্যই বলা হয়, "অতি বাড়া বেরো না কো ঝড়ে পড়ে যাবে।"
সেই অতি বাড়াই বেড়ে গেছিলো শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ। এবং শেষপর্যন্ত এমনই ঝড় উঠলো যে তার পতন কেউই ঠেকাতে পারলো না!!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২