দয়া করে বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘ বলা বন্ধ করুন!! এরা ছাগলের দল ছিল, ছাগলের দল আছে আর ছাগলের দলই থাকবে!! এরা যেমন ধারার খেলা খেলে বেড়াচ্ছে তাতে করে আর যাই হোক, বাঘের ইমেজ মোটেও এদের সাথে যায়না!! বাঘ বলতে হয় তো ঐ আফগান ক্রিকেট দলকে বলুন। সেটা মানাবে। এতো কম সুযোগ সুবিধা পেয়েও নিজের দেশ থেকে দূরে শত শত মাইল দূরে থেকে পরের মাঠে প্র্যাকটিস করে কিকরে বিশ্বের তাবড় তাবড় দলকে ঘোল খাইয়ে বুক চিতিয়ে লড়ে মাথা উঁচু করে জিতে দেশকে একটু আনন্দ দিতে হয়, খুশি রাখতে হয়, সেটা রীতিমতো অনুকরণীয়। আজ বড় বড় ক্রিকেট খেলুড়ে শক্তিগুলোও তাদের কুর্নিশ করছে। আর এদিকে বিশ্বের অন্যতম “ধনী” ক্রিকেট বোর্ড এতো সুযোগ সুবিধা নিয়ে এতো এতো টাকা ঢেলে, ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে, জিতলেই দামী ফ্ল্যাট-বাড়ি-গাড়ি উপহার দিয়ে বাঘের ইমেজ নিয়ে খেলতে নেমে ছাগলের মতো খেলে বেড়াচ্ছে বছরের পর বছর!! কোনোমতে কিছু কিছু ম্যাচ জিতা জিতলেও শেষমেশ ছাগলদের মতোই হেরে “আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ” ধরে!! এতো এতো টাকা নিয়ে এতো এতো সুযোগ সুবিধা নিয়েও শেষ পর্যন্ত এদের এইরকম ছাগলমার্কা পারফর্মেন্স!! এটা আর যাই হোক কোনও অবস্থাতেই বাঘের মতো কাজকারবার নয়!! ছাগলের দলকে ছাগলের দল বলা শিখুন!!
বাংলাদেশের ক্রিকেট নিয়ে একবার বিস্তারিত লিখবো আশা করি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৫০