পুকুরে গভীর জলে টুপ করে পড়া ঢিলের মতো
ওপার দিগন্তে-
সূর্য ঘুমানোর কালে নেমে আসে অভিশাপ।
ঘরের বারান্দায় কেবল এক মানুষের ফেরার অপেক্ষা
এই বুঝি এসে দেবে হাঁক-
গ্লুকোমায় আক্রান্ত বাবা কেবল ঘরময় ছোটেন।
বারান্দায় পায়চারি করেন মা-ভাই, অসুস্থ ছোট বোন।
অভিশাপের কালে একসময় বেরিয়ে পড়েন বাবা।
বিজলির মতো ঝিলিক দেয় টর্চের আলো
তখনো কাটেনি অন্ধকারের কাল
ঝোঁপের আড়ালে পিপড়ার ঘুম, মাকড়সার আলিঙ্গন।
চতুর্দিকে ছড়িয়ে পড়ে নিখোঁজ সংবাদ এক।
বাবা হাঁক পাড়ে- খুকি! খুকি! ও খুকি!
পিপড়ার ঘুমের মতো ঘুমিয়ে আদরের খুঁকি তার
নতুন সুতার কারুকাজ করা ওড়নাখানি বাতাসে দেয় দোল
ভ্রুকূটি করে জানান দেয় একটা মৃত্যু সংবাদ
‘তোমার খুঁকিকে মানুষরূপী হায়েনা ধরেছিল।’
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১