কোনো এক মায়াবী শহর তোমার আমার ঠিকানা
প্রতি রাতেই চকচকে যে চাঁদ উকি দেয়
তোমার বারান্দা, ফুলের টব কিংবা ভেজা শাড়িতে
যে চাঁদের আলো বুঝি আমিও কিছুটা পাই।
মায়াবী যে শহরের পথে তুমি এখন একলা হাঁটায় অভ্যস্ত
কোনো একদিন ওই পথ আমাদের ছিল।
আমাদের ভালোবাসার এক্সপ্রেস ওই পথে ছুটেছে বহুবার।
বিষণ্ন বিকেলে তুমি যে দু:খ ভোলা গান করো
ওই গানে আমিও মিলিয়েছি গলা কতবার।
প্রতিদিন সকালে মায়াবী এক হকারের ডাকে ঘুম ভাঙে তোমার,
মায়াবী এই শহরে তোমার আমার বসবাস।
তবুও তোমার আমার মাঝে কোটি আলোকবর্ষের দূরত্ব।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২