৯০ দশক আমাদের বাংলা ব্যান্ড ও পপ সঙ্গিতের শ্রেষ্ঠ একটি দশক । যে দশকে আমরা পেয়েছিলাম বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের সেরাসব ব্যান্ডগুলো ও কিংবদন্তীদের । সেই সেরা যুগে অনেক তরুন এসে তাদের দারুন কিছু গান দিয়ে আমাদের মন রাঙিয়ে আবার হারিয়ে গিয়েছিল। কিন্তু হারিয়ে যাওয়া সেইসব প্রিয় কণ্ঠগুলোকে আমরা আজো ভুলতে পারিনি । আজ সেই যুগের এমন একটি কণ্ঠের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যাকে গত ১৫ বছর ধরে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি । অবশেষে গত সপ্তাহে যা জানলাম তারপর থেকে মনটা ভীষণ খারাপ হয়ে আছে । বারবার সেই হারিয়ে যাওয়া কণ্ঠটির গানগুলো শুনি আর বিস্মিত হই কিভাবে মাদকের কাছে এমন একটি মানুষ পরাজিত হয়ে গেলো তা ভেবে ।
আমার সমবয়সী যারা ৯০ দশকের শ্রোতা তাদের নিশ্চয়ই রানা নামের একটি অবাক করা দারুন কণ্ঠের কথা মনে আছে? যাকে আমরা ফেইথ ব্যান্ড এর রানা নামে চিনতাম এবং যাকে আশিকুজ্জামান টুলু ভাইয়ের সুর করা মিক্সড অ্যালবামগুলোতে পেতাম । টুলু ভাইয়ের সুর করা বাংলাদেশের প্রথম ব্যান্ড মিক্সড অ্যালবাম 'স্টারস' তে 'আকাশের কথা হলো ' শিরোনামের দারুন মিষ্টি একটি গান গেয়েছিল রানা । এরপর ;আমার কথা ' অ্যালবামে ৩ টি, 'আমাদের ভালোবাসা' অ্যালবামে ১ টি ,'ঝড়' অ্যালবামে ১ টি ও 'স্টারস ২' অ্যালবামে ১ টি গান ছিল । এছাড়া সারগাম থেকে সেলফ টাইটেলে রানা'র একক একটি অ্যালবাম বের হয়েছিল যা ছিল খুব দারুন একটি অ্যালবাম যার সফলতায় 'সঙ্গিনি ' নামে আরও একটি অ্যালবাম বের হয়েছিল । স্টারস ২ অ্যালবাম এর পর আর এই দারুন কণ্ঠটিকে কোথাও খুঁজে পাইনি ।
ই তো সপ্তাহখানেক আগে প্রিয় আশিকুজ্জামান টুলু ভাইয়ার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম ৯০ দশকে মন রাঙিয়ে হারিয়ে যাওয়া কণ্ঠ রানা'র কথা । জবাবে টুলু ভাই নিজেও স্মৃতিকাতর হয়ে জানালেন '' হুম, দারুন মিষ্টি ছিল রানার কণ্ঠটি। সে কোথায় আছে জানিনা।'' । শুনেই মনটা খারাপ হয়ে গেলো । কারন যেদিন ফেইসবুকে প্রিয় টুলু ভাইকে খুঁজে পেয়েছিলাম সেদিন মনে আশা জেগেছিল হয়তো রানা'কেও খুঁজে পাবো আর টুলু ভাই ছাড়া হয়তো আর কেউ জানবে না রানার কথা । কারন রানাকে টুলু ভাইয়ের মিক্সড অ্যালবাম ছাড়া নিয়মিত পেতাম না ।
কিন্তু গত সপ্তাহে বাংলা গানের জাদুঘর ' রেডিও বিজি২৪' তে রানা'র হারিয়ে যাওয়া দুর্লভ অ্যালবামটি সম্পূর্ণ প্রকাশ করার পর অবসকিউর ব্যান্ড এর ভোকাল ও খুব প্রিয় একজন মানুষ টিপু ভাই জানালেন রানা'র সর্বশেষ সংবাদটি । টিপু ভাই উত্তরায় থাকার সময় প্রায় নিয়মিত রানা'কে দেখতে পেতেন যে রানা সম্পূর্ণ বদলে গেছে । টিপু ভাইয়ের বাসার পাশেই রানা'র বাসা ছিল । একদিন টিপু ভাই রানা'কে দেখতে গেলেন এবং নিজের পরিচয় দেয়ার পর অনেকক্ষণ পরে চিনতে পারলো রানা টিপু ভাইকে। রানা কাউকে এখন চিনতে পারে না। মাদকসক্ত এতো বেশি পরিমানে হয়ে গিয়েছিল যে এরপর থেকে সে অসুস্থ হয়ে যায় এবং স্মৃতিশক্তি লোপ পেতে থাকে । চিকিৎসার পর এখন যদিও সুস্থ কিন্তু আগের সেই স্বাভাবিক জীবনে রানা আর ফিরতে পারবে না। মাদকসক্ত থেকে মুক্ত হলেও মাদক রানা'র যা ক্ষতি করার করে ফেলেছে । এভাবেই সারাজীবন রানা'কে থাকতে হবে । রানা আছেন তার বাবা'র সাথে উত্তরায় । তার ছোট দুই ভাই রানার সকল দেখভাল করে থাকেন ।
রানার এমন নির্মম ঘটনা জানার পর থেকে মনটা খুব খারাপ হয়ে যায় । মাদকের সর্বনাশা কত ভয়াবহ তার জলন্ত উদাহরন যে রানা তা বুঝতে পারবেন নিচে দেয়া লিঙ্কে রানা'র গানগুলো শুনে । মাদক আমাদের কত সম্ভাবনাময় এক তরুনের নির্মম পরিনতির কারন হতে পারে তা ভেবে বিস্মিত হই। রানা'র গানগুলো শুনলে চোখে জল চলে আসে কিছুতেই বিশ্বাস করতে চায়না রানা হারিয়ে গেছে আর কোনদিন নতুন কোন দুর্দান্ত গান আমাদের দিতে পারবে না ।
রানার একক অ্যালবামের লিঙ্ক- Click This Link
মিক্সড অ্যালবামে রানার গানগুলো -
বৃষ্টির দিনে (আমাদের ভালোবাসা) - Click This Link
ওগো মেয়ে তুমি জানো (ঝড়) - Click This Link
সন্ধ্যাকাশের অচেনা ( স্টারস ২) - Click This Link
আকাশের কথা হলো ( স্টারস) - Click This Link
নির্জনতার অচিন পথ ধরে ( আমার কথা)- https://app.box.com/s/1hm5t1ozqkh8kj9i6r5b
অ্যালবাম সহ গানগুলো সংগ্রহ করতে চাইলে forum.radiobg24.com তে ফ্রি রেজিস্ট্রেশন করুন ।