somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়াজ আহমেদ অংশু ঃ সোনালি যুগের সোনালি একজন মানুষের গল্প

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'নিয়াজ আহমেদ অংশু' এই নামটি নিশ্চয়ই আমার সমবয়সী বাংলা গানের শ্রোতাদের মনে আছে। এই নামটি কারো ভুলে যাওয়ার কথা নয় । বহু শ্রোতাপ্রিয় গান ও অ্যালবামের সাথে এই নামটি জড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের ৯০ দশকের বাংলা গানের সোনালি প্রজন্মের সোনালি মানুষ প্রিয় নিয়াজ আহমেদ অংশুর গল্প বলবো। বাংলা গানের সেরা ও শ্রেষ্ঠ একটি সময় ছিল আমাদের ফেলে আসা ৯০ দশক । সেই সময়ে বাংলা ব্যান্ড ও আধুনিক গান ছিল জনপ্রিয়তার তুঙ্গে। সেই সেরা সময়ে আমরা পেয়েছিলাম একঝাক মেধাবী তরুন যারা আমাদের বাংলা ব্যান্ড ও আধুনিক গানকে করেছিলেন সমৃদ্ধ। তাদের দুর্দান্ত সব সৃষ্টির কারনে সেই সময় হিন্দি গানের আগ্রাসন ঠেকানো গিয়েছিল । বাংলা অডিও ক্যাসেট কেনার ধুম পড়েছিল। একদিন বাজারে প্রকাশ হলো বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম'কষ্ট' । যে অ্যালবামটি বাজারে ঝড় তুলেছিল । সেই অ্যালবামের নান্দনিক প্রচ্ছদ করেন নিয়াজ আহমেদ অংশু নামের এক তরুন আর এভাবেই প্রথম শ্রোতারা নিয়াজ আহমেদ অংশু নামটির সাথে পরিচিত হোন। এরপর একে একে এলআরবি'র 'স্বপ্ন', 'ফেরারি মন' ,'আমাদের বিস্ময়', জেমস এর ' দুখিনি দুঃখ করোনা ' সহ অসংখ্য ঝড় তোলা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইনার হিসেবে নিয়াজ আহমেদ অংশু কে আমরা পাই। অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন যে একটি শিল্প তা বুঝতে শিখি আমরা অংশু ভাইয়ের কাছ থেকে। এরমধ্য ১৯৯৫ সালের একদিন বাজারে এলো আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে মিক্সড অ্যালবাম 'তারা ভরা রাতে' যা প্রকাশের পরপরই সুপারডুপার হিট । সেই অ্যালবামের বাচ্চু ভাইয়ের 'তারা ভরা রাতে' গানটি তো রীতিমতো ব্যান্ড সঙ্গীতের কালজয়ী গানের তালিকা ঠাই করে নেয়। একই অ্যালবামে বাচ্চু ভাইয়ের গাওয়া ' আঁধারে ছিলাম এই আমি' শিরোনামের চমৎকার কথার মন ঠাণ্ডা করা একটি চমৎকার গান । এমন সুন্দর গান কে লিখেছে খুঁজতে গিয়ে বিস্মিত হলাম । একি ? এতো দেখছি সেই প্রচ্ছদ ডিজাইনার 'নিয়াজ আহমেদ অংশু 'র নাম ! সেই প্রথম জানতে পারলাম আমরা অংশু ভাই গানও লিখতে পারেন । ঐ গানটিই ছিল অংশু ভাইয়ের লিখা প্রথম গান । প্রচ্চদ ডিজাইনার অংশু আর গীতিকার অংশু দুটোই অসাধারন । গীতিকার হিসেবে তিনি যে কতটা অসাধারন তা তাঁর গানের কথাগুলো শুনলে বুঝতে পারবেন। ঝড় তোলা 'ক্যাপসুল ৫০০ ' অ্যালবামে ফিলিংসের 'তোমার নিসিদ্ধ ইতিহাস ' ও এলআরবি 'র ' 'আবেগগুলো খরচ করো সাবধানে ' গান দুটো তো ভিন্নধর্মী কথার দুর্দান্ত দুটো গান হিসেবে সেই সময় শ্রোতাদের মুখে মুখে ছিল । অংশু ভাইয়ের গানগুলোর কথা যদি খেয়াল করেন তাহলে দেখবেন তিনি প্রকৃতি ও মানুষের অনুভূতির মদ্ধে অসাধারন ভাবে একটি যোগসূত্র তৈরি করেছেন । 'বুকের ভেতর কাঁদে অনেক চেনা কেউ/ শ্যাওলা পুকুর জলে ছোট্ট একটা ঢেউ ' ' যদি মেঘ আর বৃষ্টি একাকার হয়ে যায়/ যদি জোছনায় ভিজে ভিজে তারারা ফিরে যায়/ বুঝে নিও তুমি এখনও কেউ তোমাকেই চায় ' গানগুলো তারই প্রমান দেয় । আবার আইয়ুব বাচ্চুর কণ্ঠে ' সে তোমার জানার কথা নয়/ কখন আমি হাসি / সে তোমার জানার কথা নয় / কখন আমি কাঁদি ' কিংবা ' মেয়ে তুমি কি দুঃখ চেনো ? নাকি চেনো না/ তবে চিনবে কেমন করে এই আমাকে'? গানগুলো পোড়ামনের ক্ষোভ, আকুতি অসাধারন ভাবে ফুটে উঠে । প্রচ্ছদ ডিজাইন বা গান লিখা দুটোতেই অংশু সম্পূর্ণ ব্যতিক্রম ,সবার থেকে আলাদা একজন। অংশুর লিখা গানগুলোর মাঝে কেমন যেন একটা হাহাকার লক্ষ্য করা যায়। তাঁর অধিকাংশ গানগুলোই শুনতে শুনতে আনমনা করে দেয় । নিয়াজ আহমেদ অংশুকে জানতে হলে , চিনতে হলে তাঁর সৃষ্টিগুলো সম্পর্কে জানতে হবে, চিনতে হবে। ব্যান্ডের গান কিংবা আধুনিক গান দুটোতেই অংশু ছিলেন দারুন । এইরকম একজন অসাধারন সৃষ্টিশীল তরুনের বড় অভাব আজ আমাদের সঙ্গীত জগতে।

বাংলা অডিও যুগের সেরা ব্যান্ড মিক্সড অ্যালবাম ধুন' এর নামটিও নিয়াজ আহমেদ অংশুর দেয়া। এরকম অসংখ্য সেরা সব কাজের সাথে জড়িয়ে আছে নিয়াজ আহমেদ অংশু নামটি। বাচ্চু, মাকসুদ, জেমস,হাসান, নাসিম আলী, নীলয়, এস আই টুটুল, আগুন রেশাদ, জুয়েল সহ জনপ্রিয় শিল্পীরা যেমন অংশুর লিখা গান গেয়ে নিজেদের জনপ্রিয়তাকে উচুতে নিয়েছেন তেমনি ঝলক, পিয়াস, দূরে, কানিজ সুবর্ণা র মতো নতুন শিল্পীরা অংশুর লিখা গান গেয়ে হয়েছে জনপ্রিয় ও শ্রোতাপ্রিয়। মজার ব্যাপার হচ্ছে অংশু কিন্তু সুরকার হিসেবেও দারুন কিন্তু একটি অ্যালবাম ছাড়া অংশুকে আর কোথাও আমরা সুরকার হিসেবে পাইনি। আধুনিক ফোক ধারার জনপ্রিয় মিক্সড অ্যালবাম 'দাড়ারে' অ্যালবামটির সবগুলো গান লিখেছেন ও সুর করেছেন নিয়াজ আহমেদ অংশু। সেই অ্যালবামটি শ্রোতাদের কাছে দারুন জনপ্রিয় হয়েছিল অথচ এরপর কেন অংশু আর গানে সুর দেয়নি তা রীতিমতো একটি রহস্য শ্রোতাদের কাছে। অংশু আমাদের সোনালী সেই দিনগুলোর সোনালী মানুষগুলোর মধ্যে সেরা একজন এ নিয়ে কারো কোন দ্বিমত নেই ।



এবার আসুন অডিও অ্যালবাম এর প্রচ্ছদ অলংকরন অংশুর কথায় । প্রথম প্রচ্ছদ আইয়ুব বাচ্চুর সাড়া জাগানো অ্যালবাম কষ্ট। কষ্ট অ্যালবাম এর প্রচ্ছদটার কথা একটু চিন্তা করুন । সাদা রঙের প্রচ্ছদের মাঝখানে একটি সোফায় গা হেলিয়ে শুয়ে আছেন আইয়ুব বাচ্চু যেন বিষাদগ্রস্থ একজন মানুষ। অ্যালবামের প্রচ্ছদে প্রকাশ পায় একটা কষ্ট কষ্ট ভাব । ঠিক একই রকম এলআরবির & স্বপ্ন ; অ্যালবাম এর প্রচ্ছদ দেখুন , হলুদ রঙের পৃষ্ঠায় নগ্ন একটি শিশু সিঁড়ি বেয়ে উপরে উঠছে যাকে ধরা হয়েছে মানুষের স্বপ্ন বা আকাঙ্ক্ষা রুপে ।এমনই সব দারুন দারুন নান্দনিক অ্যালবাম প্রচ্ছদ আমাদের উপহার দিয়েছেন নিয়াজ আহমেদ অংশু। অডিও অ্যালবাম এর প্রচ্ছদ অলংকরন যে একটি শিল্প তা প্রথম আমরা বুঝতে শিখি নিয়াজ আহমেদ অংশুর কাছ থেকে। গান বা অ্যালবাম প্রচ্ছদ দুটোতেই অংশু ছিলেন আলাদা ও সতন্ত্র একজন। যে কারনে সেই সময়ের শ্রোতারা নিয়াজ আহমেদ অংশুকে নাম দিয়েছিলক্লাসিক অংশু।



আজ অংশুর লিখা কোন নতুন গান আমরা পাইনা এ যেন আমাদের নতুন প্রজন্মের জন্য অনেক হতাশাজনক প্রাপ্তির মধ্যে অন্যতম একটি। গত ১২ বছরে বাংলা গানে অনেক গীতিকার এসেছেন কিন্তু নিয়াজ আহমেদ অংশুর মতো একজন অসাধারন গীতিকার কি আমরা পেয়েছি? আমার কথা বিশ্বাস না হলে অংশুর লিখা গানগুলো শুনে দেখে ভাবুন তো কথাটা কি আমি ভুল বলেছি?
একনজরে নিয়াজ আহমেদ অংশুর সৃষ্টিগুলো - এল আর বি / আইয়ুব বাচ্চুর জন্য গান -
অ্যালবাম - স্বপ্ন: জন্মহীন নক্ষত্র, গল্প শেষে অ্যালবাম - আমাদের বিস্ময়: খুব সহজে, একটি সাকো, এই রোদ্দুর জানেনা, ষোলো আনা, সুইসাইড নোট, জল জোছনা অ্যালবাম - অচেনা জীবন: স্বেচ্ছাচারী, মানুষ বলে মানুষ চিনে, এক বিকেলের মেয়ে, মিথ্যের বাদশা, একবার অ্যালবাম - মনে আছে নাই নাই: তোমাকে অ্যালবাম - যুদ্ধ: যে চলে যায় যাবার আগে আইয়ুব বাচ্চু অ্যালবাম - সময় ঃ চৌদ্দপুরুষের ভূমিদাস, আকাশ কাদে বাতাস কাদে, শেষ, সব আলো নিভিয়ে দিয়ে, বৃষ্টি, ভাড়া খাটা গিটারের ভাড়াটে প্রেমিক অ্যালবাম - একা: এক নিম্নবিত্ত পিতার প্রার্থনা অ্যালবাম - রিমঝিম বৃষ্টি: বিরান শহর, ও পাখি অ্যালবাম - প্রেম প্রেমের মত: কাল ছিল বর্ষা কাল এখনো কেউ তোমাকেই চাই (মিক্সড অ্যালবাম 'ব্যথা')সে তোমার জানার কথা নয় ( মিক্সড অ্যালবাম তারকা মেলা) ধুলোমাখা পথ (অ্যালবাম: বহুরুপি)
তোমাকে ডেকে ডেকে (অ্যালবাম: একটি গোলাপ) রুপালি চাঁদ, অলিক আকাশ
মেয়ে (অ্যালবাম: মেয়ে)
পথ থেকে পথে (অ্যালবাম: আড্ডা)
তোমাকে ভালোবেসে (অ্যালবাম: ভালবাসা)
"আবেগগুলো খরচ করো সাবধানে" (কাপ্সুল ৫০০)

[img|https:

ফিডব্যাকঃ
বন্ধুর খোজে জোছনায় ( অ্যালবাম ঃ ফিডব্যাক ০২)
এই মন মানেনা তো মানা ( অ্যালবাম ঃ ফিডব্যাক ০২)
কাদা-মাটি ( অ্যালবাম ঃ ফিডব্যাক ০২)
মন-মুনিয়া ( অ্যালবাম ঃ ফিডব্যাক ০২)
স্বাধীনতা - এক দুই তিন, তেপান্তরের মাঠে, সূর্য ছোঁয়ে বলি ( অ্যালবাম: কারবালা )
আশিকুজ্জামান টুলু - "কোন খেয়ালে", "চোর", "উদাসী আঙ্গুল’’ ( অ্যালবাম- কোন খেয়ালে)
ফিলিংস - " তোমার নিষিদ্ধ ইতিহাস" (কাপ্সুল ৫০০)
ছেড়া খুজছি তোমায়, অন্ধের চোখে দেখছো টা কি ( ফেইথ, অ্যালবাম; নাটাই )


আজম খান - পুড়ে যাচ্ছে পুড়ে যায়, ঘরবিবাগী, রোদের কাছে ফেরা, এই দেশে (অ্যালবাম: পুড়ে যাচ্ছে পুড়ে যায়)

জুয়েল এর বেশি কিছু নয়, আমার আপন আধার অযতন, সবুজ মৌনতা , একই রাত্রি একই অভিমান

কানিজ সুবর্ণা অ্যালবাম: কানিজ - জামদানি আচল, উরালিয়া, কন্যা কাব্য, ছোট্ট পরী, দস্যি মেয়ে, হৃদয়ের একলা বন্দরে, মন গেছে সন্যাসে, পাতায় পাতায়, যার খোজে নাটাই-ছেড়া, ভুলের মাশুল, রোদেলা ওড়না।
বৃষ্টির ঘ্রাণ (কানিজ সুবর্ণা, অ্যালবাম: ভালবাসা মানে)

দুরে অ্যালবাম: মেঘবালিকা - মেঘবালিকা, আপনপর, ভালবাসার কথা উড়ে ঝড়ে, কোনদিন তুমি পাবেনা আমাকে,

মিক্সড অ্যালবাম: তুমিহীনা সারাবেলা - এই নদী জল কোলাহল (ঝলক), এ শহর ডুবে যায়(নিলয়), মুঠোভরা স্নিগ্ধতা(নাসিম আলী খান), খেয়ালী আলাপন (নাসিম আলী খান)
অ্যালবাম: রাজকুমারী - দু:খতে কেন দুঃখতে টা, এই পূর্নিমা, ডুবে রাত ডুবে চাঁদ , ভয় কিসের হৃদি, চিঠি লেখালেখি, কোথায় যাবে ( সহ গীতিকার বাপ্পি খান), যে যায় চলে যায়,
অ্যালবাম ময়ুরী: ফিরে যায় পরিচিতা, অধরা, মনের নিয়ম, এই সময় ,অনেক চেনা ঢেউ, স্বান্তনা, আশার আলোয়

"দাড়া রে" অ্যালবাম এর সব গান ( অ্যালবামটির সবগুলো গানের সুর করেছিলেন অংশু)

এক আকাশের নীচে ( টুটুল) (অ্যালবাম: একটি গোলাপ)
রুপালি চাঁদ, অলিক আকাশ (আইয়ুব বাচ্চু) মেয়ে (আইয়ুব বাচ্চু) (অ্যালবাম: মেয়ে) পথ থেকে পথে (আইয়ুব বাচ্চু)(অ্যালবাম: আড্ডা) তোমাকে ভালোবেসে (আইয়ুব বাচ্চু) (অ্যালবাম: ভালবাসা)


অ্যালবাম কভার:
আইয়ুব বাচ্চু ও এল আর বি: স্বপ্ন, ফেরারী মন, আমাদের বিস্ময়, মন চাইলে মন পাবে, অচেনা জীবন,

জেমস, ফীলিংস ও নগর বাউল: নগর বাউল, দুখিনি দুঃখ করনা, দুষ্টু ছেলের দোল, আমি তোমাদেরই লোক

মিক্সড: স্ক্রু ড্রাইভার, কাপ্সুল ৫০০, তারাভরা রাতে, তুমিহীনা সারাবেলা, রাজকুমারী, ময়ুরী, টোন এন্ড টিউন, বারোমাস, মেয়ে, সীমানা, ১০ এ ১০, একটি গোলাপ, আষার শ্রাবণ, এখনো দু' চোখে বন্যা, শেষ দেখা, ভাঙ্গা মন, হারজিত, দেয়াল, চিঠির উত্তর দিও, দাগ থেকে যায়, দেশে ভালবাসা নাই, ছাড়পত্র, প্রজন্ম,

ব্যান্ড: স্বাধীনতা(অ্যালবাম: কারবালা) ফিডব্যাক (ফিডব্যাক ০২) দলছুট (হৃদয়পুর) অর্থহীন (বিবর্তন )

একক অ্যালবাম : আজম খান(পুড়ে যাচ্ছে পুড়ে যায়) কানিজ (ভালবাসা মানে, রং, কানিজ) বাপ্পা ( রাতের ট্রেন, ধুলোপড়া চিঠি) অঞ্জন দত্ত (হ্যালো বাংলাদেশ) সুমন ( স্বপ্নগুলো তোমার মত)

অংশু ভাইয়ের লিখা কিছু গানের লিংক -
পথ থেকে পথে (আইয়ুব বাচ্চু -আড্ডা) - https://app.box.com/s/3c3feb953565feb8becf
তোমাকে ডেকে ( আইয়ুব- একটি গোলাপ )- https://app.box.com/s/1b05b8b8eb81a5cdf500
রূপালি চাঁদ ( আইয়ুব বাচ্চু) - https://app.box.com/s/502bed4ae888b3d36388
বুঝে নিও তুমি শুধু ( আইয়ুব বাচ্চু - ব্যথা)- https://app.box.com/s/7bblni5jc2pmrg76pss2
সে তোমার জানার কথা নয় ( আইয়ুব বাচ্চু- তারকা মেলা)- https://app.box.com/s/19f30801afb7d3ce375a
*বুকের মাজার (জুয়েল - দাঁড়া রে ) - https://app.box.com/s/bc7d24c986405763fef0
* আগুনে পুড়াই ( জুয়েল- দাঁড়া রে) - https://app.box.com/s/21fd193e795a2591c7c7
ছোট্ট একটা ঢেউ ( জুয়েল - ময়ূরী) - https://app.box.com/s/jmlymfct7e5df74zjnri
বন্ধুর খোঁজে জোছনায় ( ফিডব্যাক ) - https://app.box.com/s/1u9fc65gd1sjvj1l1vtm
নদীর জল ছুঁয়ে ( ঝলক - তুমিহিনা সারাবেলা)- https://app.box.com/s/asqjdv07xb8nux48s3kg
দুঃখতে কেন দুখটা ( আগুন - রাজকুমারি )- https://app.box.com/s/fkco1btnnvdlnmc3i3u3
কোথায় যাবে - ( পলাশ - রাজকুমারি) - https://app.box.com/s/30loryekana6jyeq4tkn
চিথি লিখালিখি নেই আগের মতন (টুটুল - রাজকুমারী) - https://app.box.com/s/r6r7ru6elkbz87875jlu
মুঠো ভরা স্নিগ্ধতা ( নাসিম আলী - তুমিহিনা সারাবেলা) - https://app.box.com/s/c6f2fc811be20fa1fdf0
*পড়শি ( হাসান - দাঁড়া রে) - https://app.box.com/s/57lsxt05k8rfhr5c2npi
সবুজ মৌনতা ( জুয়েল - দেখা হবে না) - https://app.box.com/s/b595e53bd7e1776eb2cf
মেঘবালিকা ( দূরে - মেঘবালিকা) - https://app.box.com/s/j3sdrrii32p7bbce998n

একটি রেডিও বিজি২৪ এর নিবেদন


সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।

লিখেছেন আহা রুবন, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০





ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!

লিখেছেন শাহ আজিজ, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩




সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন

কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?

লিখেছেন শিশির খান ১৪, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬


জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন

দ্বীনদার জীবন সঙ্গিনী

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩

ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)

সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

×