কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন । প্রায় ১ বছর পর আপনাদের মাঝে ফিরলাম বাংলা গান ও চলচ্চিত্রের নতুন নতুন পোস্ট নিয়ে । আজ আপনাদের জন্য নিয়ে এলাম ৯০ দশকের হারিয়ে যাওয়া ব্যান্ডগুলোর কিছু গান নিয়ে। এসব ব্যান্ড সম্পর্কে বর্তমান প্রজন্মের বহু শ্রোতারই কোন ধারনা নেই ।
''আর ব্যাঙের ছাতার মতো জন্মাচ্ছে ব্যান্ড'' ...... ৯০ দশকের সাড়া জাগানো র্যাপ অ্যালবাম 'ত্রিরত্নের ক্ষ্যাপা'র বহুল জনপ্রিয় 'চলছে' গানটির একটি লাইন ছিল এমন যেখানে সেই সময়কার বাংলা ব্যান্ড সঙ্গীতের ভয়াবহ/চরম জনপ্রিয়তার কথাই বুঝানো হয়েছিল । তবে কথাটি ১০০ ভাগ সত্যি । সেই সময় জনপ্রিয় প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর ( সোলস, রেনেসা, চাইম, অবসকিউর, ফিডব্যাক, নোভা, উইনিং,এলআরবি ) পাশাপাশি অনেক নতুন নতুন ব্যান্ড এসে তাদের গান দিয়ে আমাদের হৃদয়ে দোলা দিয়ে যেতো । সেইসব ব্যান্ডগুলো সেই সময়ে ১/২ টি অ্যালবাম বের করার পর হারিয়ে গিয়েছিল । এই হারিয়ে যাওয়ার তালিকাটা অনেক দীর্ঘ। অথচ তাদের অনেকেরই ক্ষমতা ছিল আমাদের আরও অনেকদিন ভালো ভালো গান উপহার দিয়ে ব্যান্ড সঙ্গীতকে সমৃদ্ধ করা । তারা হারিয়ে গেলেও আজো তাদের গান আমাদের মনে রয়ে গেছে ,থাকবে। কারন মনে রাখার মতো ,ভালো লাগার মতো কিছু গান তারা সবাই কিছু না কিছু দিয়েছিল ।
মনে পড়ে মনিটর , পালস, নেক্সাস, উইন্ডস, সলিড ফিঙ্গারস, ওয়েভস, শিঞ্জন, রং নাম্বার, অর্কিড, চার্মিং, অডিসি, ডিজিটাল, রকস্টারটা, ইন ঢাকা,স্পন্দন, ইকারাস, ব্লু ওশেন, ওশেন, তীর্থক, কেইড্যান্স, কেওজ, লিজেন্ড, অরবিট, নরদানস্টার, ড্রিমল্যান্ড, মাইক্রো, স্টারলিং, ফেইথ, মিউজিক টাচ, সফট টাচ, সিম্ফনি, লেসন, সানডে ( রবি চৌধুরীর ব্যান্ড) পেপার রাইম এর মতো অনেক অনেক ব্যান্ড এর কথা । আজো গুন গুন করে গাই ''মিষ্টি মেয়ে মুখটি তোল'' (সলিড ফিঙ্গারস ) , কিংবা ''মাতাল করা হাওয়ায় এই স্বপ্নিল জোছনায় (অর্কিড)'' এর গানগুলো । মাঝে মাঝে মন যখন বিক্ষিপ্ত থাকে তখন গেয়ে উঠি '' মন মন কি যে চায় (অডিসি)'', অথবা কোন সপ্ন দেখে গেয়ে উঠি ''সপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেলো (উইন্ডস)''। মনে পড়ে ঝাঁকড়া চুলের স্বপন চৌধুরীর ( ড্রিমল্যান্ড ব্যান্ডের ভোকাল) কোমর দুলিয়ে দুলিয়ে গাওয়া '' রমজান চোরটার কান কাইটাছে'' গানটি। মনে পড়ে আদনান বাবু নামক লম্বা , পাতলা গড়নের এক তরুন হুট করে এসে '' রং নাম্বার টেলিফোনে'' গানটি দিয়ে সারাদেশে ঝড় তুলেছিলেন। হাটে, মাঠে, ঘরে ঘরে তখন ঐ ''রং নাম্বার টেলিফোনে '' গানে বিভোর সবাই। সেই সময় আজকের মতো তথাকথিত 'আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ' বলে কিছু ছিল না । যারা গান গাইতে পারতো তারা প্রকাশ্যে দর্শক ,শ্রোতার সামনে গান গাইতো। লুকিয়ে লুকিয়ে গাইতো না । সব কিছুই আজ শুধুই একটুকরো সুখ স্মৃতি । এই সুখ স্মৃতিটাই আজ একমাত্র আনন্দ এই যান্ত্রিক সুরের, যান্ত্রিক বেগের যুগে । ভাগ্যিস সে যুগে জন্মেছিলাম বলেই আজো হৃদয়টা সুন্দর আছে তা নাহলে কি যে হতাম আল্লাহই জানে ।।
৯০ দশকের শুরুর দিকের জনপ্রিয় ও বর্তমানে হারিয়ে যাওয়া ব্যান্ড 'অডিসি'র ব্যবসাসফল অ্যালবাম 'মন মন কি যে চায়' প্রকাশিত হয় ১৯৯১ সালে। এই অ্যালবাম এর পরে ব্যান্ড ভোকাল বাবু একক অ্যালবাম এর মাধ্যমে সারাদেশে ঝড় তোলে। সেই সময়ে বাবুর একক অ্যালবাম বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে 'ও পরানের পাখিরে', মৌচাক মার্কেটে হলো দেখা, তুমি আমার আশা, সজনি রজনি ফুরিয়ে গেলো , পাশের বাড়ীর ঐ মেয়েটি গানগুলো সবার মুখে মুখে।
অরবিট ব্যান্ড এর ২য় অ্যালবাম প্রতীক্ষা'র কভার ।
৯০ দশকে এক ঝলক আলো ছড়িয়ে হারিয়ে যাওয়া ব্যান্ড 'ডিজিটাল' এর ২য় অ্যালবাম কভার। এই অ্যালবাম এর জনপ্রিয় গান ছিল সুচনা২, ডাকপিয়নের চিঠি গানগুলো ।
হারিয়ে যাওয়া ব্যান্ড 'মনিটর' এর অ্যালবাম কভার। যাদের 'আমি একা' গানটি আজো কানে বাজে ।
হারিয়ে যাওয়া ব্যান্ড 'তীর্থক' এর ২য় অ্যালবামের কভার। এই ব্যান্ডটির 'দুয়ারী',' ভালো আছি ভালো থেকো', 'একটা চিঠি এসেছে', 'সোনাবউ' 'তুমিহিনা কেটে গেছে' গানগুলো আজো কানে বাজে ।
আমাদের দুর্দান্ত সময়ে হুট করে এসেছিল শিল্পী মনি কিশোরের ব্যান্ড 'চার্মিং' ......... ১৯৯২ সালে প্রকাশ করে প্রথম অ্যালবাম 'বৌ' ...... 'বকুল তলায় ফুল কুড়াতে আসতে তুমি বৌ ' গানটি আজো আমাদের কানে বাজে।
৯০ দশকের হারিয়ে যাওয়া কয়েকটি ব্যান্ড এর জনপ্রিয় গানগুলো -
আমি একা (মনিটর)- https://app.box.com/s/zm4qrbfhv494bbrsqek6
মিষ্টি মেয়ে ( সলিড ফিঙ্গারস) - https://app.box.com/s/d01rtkbpeiebu8g3kdqg
ছোট বেলার মতো ( মনিটর) - https://app.box.com/s/d01rtkbpeiebu8g3kdqg
মাতাল করা হাওয়া ( অর্কিড) - https://app.box.com/s/dg1j21linp0dxrigf4bo
সাথীহারা আমি (অর্কিড) - https://app.box.com/s/t7lmnsdk8lhf9rhbkzzl
রমজান চোরটা'র কান (ড্রিমল্যান্ড) - https://app.box.com/s/n42i17s1hh4vh096g8br
স্বপ্নটা আমার কখন যেন ( উইন্ডস) - https://app.box.com/s/usa4h5ungop41bqq3s57
শোন বকুল / মালতি আমার প্রিয় ফুল ( ডিজিটাল ) - https://app.box.com/s/b01d8467433196a2ff19
ডাকপিয়নের চিঠি ( ডিজিটাল ) - https://app.box.com/s/gky3ohdarmore7su7jcl
মাইয়াটা কান্দে ক্যারে (মাইক্রো) - https://app.box.com/s/6470b11f6bee7eed7f76
ভালো তো বেসেছি ( মাইক্রো) - https://app.box.com/s/09svhr48de8k0pjfpzv2
মন মন কি যে চায় ( অডিসি) - https://app.box.com/s/4xk2jqyfkj14kmgybm9p
মহুয়া বনে দেখেছি তারে ( অডিসি) - https://app.box.com/s/aear40e70k0xp4ch33zv
ঐ লাল শাড়ী রে ( অরবিট) - https://app.box.com/s/umcsxoq3t6mjqadue0fe
পাপের স্রোতে (অরবিট) - https://app.box.com/s/plns22mlyl73659pubhg
এই রাত শেষ না হয় / সুখেরই প্লাবন (অরবিট)- https://app.box.com/s/14qm8bs7ygzcdvspmpfe
যে চাঁদ কে ভালোবেসেছি ( রং নাম্বার) - https://app.box.com/s/8dpzx9incf9txdjt3by7
পাত্রী চাই ( রং নাম্বার) - https://app.box.com/s/v0gkub3zmej8px5jbrze
ঘুমিয়ে পড়ো যদি (লেসন) - https://app.box.com/s/x1mlz7g816ihgftfud5d
দৃষ্টি তোমার (লেসন) - https://app.box.com/s/9vjcbfpu4ts0m2hah442
তুমি বাসো কিনা (তীর্থক)- https://app.box.com/s/497i1z3lpqzcr8jxvxc4
পরাজিত প্রেম (তীর্থক)- https://app.box.com/s/xvoa5hsvabetlgk7anmh
তুমিহিনা কেটে গেছে (তীর্থক) - https://app.box.com/s/5mdcmxi91mmcfzyxtcvk
একটা চিঠি এসেছে (তীর্থক)- https://app.box.com/s/ef008baa6f644603c31c
ছল কইরা সব (মিউজিক টাচ) - https://app.box.com/s/b34cda5bhay4rdkcvqzm
খুঁজে চলেছি (পালস)- https://app.box.com/s/vkks334m4y7bgzo5nya8
দীপ জ্বেলে যাই (পালস) - https://app.box.com/s/pkt9t3m5bl3zf4sqgskz
ফটো সুন্দরী (নরদানস্টার) - https://app.box.com/s/3kt3jo86pattx1lerdm9
কে ঐ যায় (নরদানস্টার ) - https://app.box.com/s/vjdsuceq1zygthb5zroj
ও মনরে ( সিম্ফনি) - https://app.box.com/s/hxbb9o51m3pgmgcd1v9f
একজন মুক্তিযোদ্ধা (ফেইথ) - https://app.box.com/s/d8uijeo0io1l5x91bcxe
নিশ্চুপ মাঝরাত (ফেইথ) - https://app.box.com/s/bsj3gk4kmfdsqufptccz
অন্ধকার ঘরে ( পেপার রাইম) - https://app.box.com/s/sro25svmpd48lksp5lmp
যখনই আকাশ ( পেপার রাইম) - https://app.box.com/s/lb1e9ploxo5v7k11cej7
সেই দিনগুলি কই ( চার্মিং) - https://app.box.com/s/164bbfc058f172d2365d
বাংলার হারিয়ে যাওয়া গানগুলো খুঁজে পেতে ক্লিক করুন -
রেডিও বিজি২৪
আশিক মিউজিক