শিরোনাম দেখে অবাক হচ্ছেন ? বিস্মিত হচ্ছেন ? হবারই কথা । এটাই স্বাভাবিক । কোন কথা বলার আগে সেই কথাটির প্রয়োজনীয়তা ও যথার্ততা ব্যাখ্যা করা প্রয়োজন , নইলে সে কথাটির কোন বাহ্যিক মূল্য থাকেনা । আসুন এই ব্যাপারটায় আজ একটু আলোকপাত করি ।
***পরিসংখ্যান বলে বিগত দশ বছরে প্রতিবেশি রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বিনা বিচারে বিনা অপরাধে আমাদের দেশের প্রায় ১১০০ মানুষ নিহত হয়েছে । এদের মধ্যে কাউকে গুলি করে মারা হয়েছে অথবা কাউকে মারা হয়েছে নির্মম নির্যাতন করে । আর বিএসএফ এর হাতে আহত হয়েছে আরো প্রায় হাজার দুই এক সীমান্তবাসী নিরীহ জনতা ।
বন্ধুরা প্রশ্ন কি জাগেনা ? জনগনের টাকায় পোষা বিজিবি তখন কি করেছে ? হ্যা তারা প্রতিবাদ করেছে কিভাবে জানেন ? হাস্যকর একদুইখানা পতাকা বৈঠক করে । এমন পতাকা বৈঠক না হলেও হাজার বার হয়েছে কিন্তু কোন ফল আসেনি । যেই লাউ সেই কদুই রয়ে গেছে । কথায় আছে "ইট মারলে পাটকেলটি খেতে হয় " কিন্তু সেই পাটকেল বিএসএফ কখনো খায়না বলে দিন দিন সীমান্তে নীরব গণহত্যায় লাশের মিছিল ক্রমান্বয়ে বেরেই চলেছে ।
সুতরাং বলা যায় সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিজিবি ব্যার্থ । তবে এই ব্যার্থতার দায়ভার আমি বিজিবি কে দেবোনা এই দায়ভার বিজিবির নয় এই দায়ভার যারা দেশ পরিচালনা করে তাদের কারন তারা প্রতিবেশি তথাকথিত বন্ধু রাষ্ট্রটির অন্যায় আচরনের প্রতবাদ করতে ভয় পায়, কারন একটাই তা হল ক্ষমতা । তারা মনে করে প্রতিবেশী তথাকথিত বন্ধু রাষ্ট্রটি যদি পাশে থাকলে তাদের ক্ষমতায় যাওয়া নিশ্চিত তাই শুধু মাত্র ক্ষমতার জন্য তারা দিন কে দিন ভারতের সকল অন্যায় আচরন সহ্য করে যাচ্ছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে । তাই সরকারের কাছে আমার আবেদন হয় বিজিবিকে ক্ষমতা দিন ইটের জবাব পাটকেলটি দিয়ে দেবার, না হয় বিজিবিকে বিলুপ্ত করুন কারন আমরা এমনেও মরছি তেমনেও মরবো শুধু শুধু শোপিস হিসেবে সীমান্তে কতক অস্ত্রধারী বিজিবি জওয়ান সাজিয়ে রেখে এদেশের মানুষের সাথে তামাশা করার কোন প্রয়োজন নেই । ৭১ এ জনতা খালি হাতে হানাদার হটিয়ে ছিল সম্বল ছিল দেশের প্রতি ভালোবাসা আর অসীম সাহস । আজোও সেই বাধভাঙ্গা স্পিরিট হারিয়ে যায়নি ইনশাআল্লাহ সীমান্তে বিএসএফ নামক নব্য হানাদার হটাতে আমরাই যথেষ্ট দরকার নেই অর্থব বানিয়ে রাখা এই বিজিবির ।
যাবার আগে একটা কথা বলে যাই এক ফেলানি মরেছে হাজার ফেলানি মরবে । যদি না আমরা এখনই জেগে উঠি । অত্যাচারি এবং তাদের দোষরদের প্রতিহত করতে না পারলে এ থেকে রেহাই আমাদের মিলবেনা । আমাদের স্বাধীন দেশে পরাধীনের মতই বেচে থাকতে হবে ।