যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আজ মঙ্গলবার রাজধানীর মহাখালি বাস টার্মিনালে আয়োজিত এক সেমিনারে উপরিউক্ত শীরোনামের কথাটি নিজ মুখে বলেছেন । এটা নিয়ে দেখলাম নেট জগতে অনেকেই হাসাহাসি করছে । অনেকে আবার উনাকে নতুন পাগল বলেও আখ্যায়িত করছেন । কিন্তু আমি বুঝে পাইনা উনি কি এমন কৌতুকময় কথা বললেন যা নিয়ে নেট জগতে হাসি তামাশা চলছে । আমার দৃষ্টীকোন থেকে আমি বলছি উনি যে কথাটি বলেছেন সেই কথাটিকে আমি ১০০ ভাগ সমর্থন করি । উনি ভুল কিছু বলেননি যা সত্য তাই বলেছেন । গাড়ি চালকরাওতো মানুষ উনাদেরতো মানবীয় কিছু বৈশিষ্ট্য আছে , উনারা তো আর রোবট নন যে কোন কিছুতে উত্তেজিত হবেন্না । তাই রাস্তাঘাটে সুন্দরী মেয়েদের বিলবোর্ড চোখের সামনে পড়ে গেলে অতি স্বাভাবিকভাবেই একজন গাড়ি চালকের দৃষ্টি সেদিকে চলে যাওয়ার কথা । আর একটা দূর্ঘটনা কিন্তু সেকেন্ডেরো কম সময়ে ঘটে যেতে পারে । পাঠক লক্ষ্য করলে দেখবেন বাংলদেশের প্রতিটা সড়ক ও মহাসড়কে সুন্দরী মডেলদের চটকদার বিজ্ঞাপন বিলবোর্ডে শাটানো থাকে যা অনেক দূর থেকেই যে কারো দৃষ্টিগোচর হয় । তাই যোগাযোগ মন্ত্রীর মত আমিও মনে করি এইসব চটকদার রঙ্গিন বিজ্ঞাপন অনেক সময় গাড়ি চালক ও পথচারিদের সাময়িক সময়ের জন্যে হলেও অন্যমনস্ক করে ফেলে আর এই সামান্য মনোযোগহীনতার জন্য অনেক সময় ছোট খাট থেকে বড় কোণ দুর্ঘটনা ঘটে যাওয়াও অস্বাভাবিক নয় । তাই সরকারের এখনই উচিত সকল সড়ক ও মহাসড়কের পাশ থেকে এই সব চটকদার বিজ্ঞাপন খুব দ্রুতই অপসারণ করা । এই পরিকল্পনা যদি ঠিক ভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি সড়ক দূর্ঘটনা কিছুটা হলেও কমবে ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



