ব্লগে নিজের পোস্ট নিজে রিপোর্ট করা যায়না। কিন্তু কেন? হ্যাঁ, ইচ্ছে করলেই আমি আমার পোস্ট মুছে ফেলতে বা ড্রাফ্ট করতে পারি। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সরল হওয়া উচিত? মনে করুন আপনার গায়ে একটা ছোট ডাইনোসর কামড় দিয়েছে। এখন আপনি যদি নিজেই নিজের চিকিৎসা করতে যান, তাহলে দুটো সমস্যা। প্রথমত, ডাক্তারের সাহায্য না নেওয়ার কারণে আপনার ত্বক বেগুনী হয়ে যেতে পারে, এর পরে হাজার গুণী লোকেও কোন উপকার করতে পারবেনা। দ্বিতীয়ত: ডাইনোসর নিয়ে যে এত গবেষণা চলছে, আপনার ভ্রক্ষেপহীনতার কারণে তারা গুরুত্বপূর্ণ আবিস্কার থেকে বঞ্চিত হতে পারে। ঘটনা জানার পরে হয়তোবা তারা ডাইনোসর নিয়ে গবেষণা বাদ দিয়ে মুরগীর খামার তৈরী করতে পারে, যার ফলে বার্ড ফ্লু হবার সম্ভাবনা থেকে যায়। তৃতীয়ত, এটা আপনাকে স্বেচ্ছাচারী আচরণ করতে শেখাবে। চতুর্থত, পোস্ট মুছে ফেলা মানে নিজের কৃত অপরাধ সঙ্গোপনে চাপা দেয়া, মনের গোপন অপরাধ প্রবণতাগুলো চাপা দিতে গিয়ে আনি চাপাবাজ হয়ে যেতে পারেন। অথবা এটা হতে পারে নতুন কোন অপরাধের সূচনা। পঞ্চমত, এর ফলে আপনি ঐক্য শিখবেন। নিজের পোস্ট নিজে না মুছে অন্যদের মত রিপোর্ট করলে আপনি সমবেত প্রতিবাদী জনতার সাথে শামিল হয়ে ভার্চুয়াল স্লোগান দিতে পারবেন। এর ফলে আপনার গলার ব্যায়াম হবে। ষষ্ঠত, শাক দিয়ে মাছ ঢাকা যায়না। যাই হোক, আমার নিজের কাছেই নিজের পোস্ট এখন আপত্তিকর লাগছে। দুটো পয়েন্ট বলতে গিয়ে ৬টা পয়েন্ট বলে ফেললাম। আমি তো এত বাচাল ছিলামনা! এখন আমার প্রচন্ড আফসোস হচ্ছে। বিবেকের দংশন হচ্ছে। কিন্তু পোস্ট মুছলেই কি এর সমাধান হবে? ও আচ্ছা সাত নম্বর পয়েন্ট হচ্ছে...না থাক! আমি আমার পোস্ট রিপোর্ট করতে চাই

সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৮