জায়গাটার নাম বিছানাকান্দি। সিলেটের আঞ্চলিক ভাষায় বিস্নাকান্দি।এবারের ঘোর বর্ষায় বিছাকান্দির উদ্দেশে রওনা দিলাম আমরা নয় জন। অামি অামার বউ মিতু, মিশু ও তানিয়া ভাবি,রনি ও ছোটন ভাবি,শাকিল ও অম্রিতা ভাবি ও অামাদের সবার প্রিয় ফাইম।
বিছানাকান্দি যত সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে যাওয়ার পথের চারদিকের পরিবেশ।
আকাশছোঁয়া পাহাড়ের কোলে এ জায়গায় আাছে প্রকৃতির অপরূপ রূপের বিছানা পাতা।
বাগান এবং পাহাড়ের নজরকাড়া সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রকৃতির এই অপরূপ লীলাভূমির উভয় প্রান্ত থেকে খাসি পাহাড় এসে যুক্ত হয়েছে।
দূর থেকে দেখা যায় মেঘে ঢাকা মেঘালয় পাহাড়। পাহাড়ের মধ্যে দূর থেকে দেখা যায় মায়াবতী ঝর্না। দেখে মনে হয় আকা কোন শিল্পকর্ম।
ছবিতে অামরা সবাই।
যেতে যেতে দেখতে পেলাম মেঘালয় এর পাহাড়্গুলো। মেঘ আসছে ভেসে ভেসে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২২