প্রিয় সামু ব্লগাররা, সবাইকে শুভেচ্ছা।
সিনেমা আমরা সবাই কম-বেশি দেখি। কিন্তু তার মধ্যে কিছু সিনেমা আমাদের মনে বিশেষভাবে দাগ কাটে। সে সব সিনেমা দেখতে দেখতে আমরা অনুভব করি অজান্তেই কিছু মুগ্ধতা জমা হয়ে যাচ্ছে মনের চিরসস্মণীয়গারে।
এ ধরণের আপনাদের কিছু ভালো লাগা দেশি-বিদেশি সিনেমার রিভিউ; সিনেমা সম্পর্কে আপনাদের মুগ্ধতা, ভালোলাগা, সমালোচনা; সিনেমার প্রিয় কোনো গান কিংবা আপনার প্রিয় কোনো সিনেমা পরিচালক বা কোনো বিশেষ অভিনেতা- অভিনেত্রী, বা জুটি, চলচ্চিত্র ব্যক্তিত্ব,সিনেমা নিয়ে আপনার স্মৃতিকথা, রম্য মোটকথা চলচ্চিত্র সম্পর্কিত যেকোনো বিষয় সম্পর্কে লেখা নিয়ে আমরা একটি ই-বুক বের করতে চাই।
ই-বুকের প্রধান উদ্যোক্তাদের মধ্যে আছেন ব্লগার শেখ আমিনুল ইসলাম, সাইদুজ্জামান খালেদ সহ আরো অনেকে। উদ্যোগটি বৃহৎ পরিসরে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমিনুল ভাই প্রথম আলো ব্লগে এবং খালেদ ভাই চর্তুমাত্রিক ব্লগে ই-বুকে লেখা জমা দেওয়ার আহবান জানিয়ে অলরেডি পোস্ট দিয়েছেন। আমরা নিয়মিত আপডেট পোস্ট দিয়ে যাবো।
আগ্রহী ব্লগারদের আগামী ৩১ জানুয়ারি ২০১১ এর মধ্যে এ পোস্টে লেখার লিংক জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতা পেলে আগামী ২১ ফেব্রুয়ারি ২০১১ এ ই-বুকটি প্রকাশ কারার আশা রাখছি।
সবাইকে ধন্যবাদ। শুভ ব্লগিং

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৯