বাংলাদেশ।
অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া একটি দেশ। অনেক ভালোবাসা আর অনেক আশার দেশ। মুখে বলি ভালবাসি এই দেশকে - পারি জীবন দিতে। কিন্তু কাজটা করি কয়জনে?
না জীবন দিতে হবে না। একটি ভোট দিতে হবে।
কাকে?সুন্দরবন কে।
কেন?
সুন্দরবনকে সপ্তার্যের তালিকায় রাখার জন্য। দেশকে আবার বিশ্বের কাছে চিনিয়ে দেবার জন্য।
আজ(১১/১১/১০) র্যাংকিনে দেখলাম সুন্দরবন সবার নিচে!!!
আসুন না সবাই ভোট দেই।আমাদের কি কোন দায়বদ্ধতা নেই?যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়,স্কুল কলেজে পড়েন তারা নিজ উদ্যোগে ক্যাম্পাসে ভোটিং বুথ চালু করতে পারেন।নিজ নিজ অফিসেও করতে পারেন এমনটি।
ভোট দিতে ক্লিক করুন এখানে
**ভোট দেবার সময় প্রথমে সুন্দরবনকে সিলেক্ট করবেন এবং পরবর্তী ৬টি ভোট অন্যান্য কম ভোট পাওয়া স্থানগুলোকে দিবেন।