তাপমাত্রা কমাতে গাছ লাগানোর বিকল্প নেই।যেকোন গাছ লাগানো যেতে পারে।শুধু খেয়াল রাখা দরকার সে গাছটা আমাদের দেশের মাটি বা প্রকৃতির উপর যেন বিরুপ প্রভাব না ফেলে।
সব দিক থেকে বিবেচনা করে আমি নিম গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।বেশ কিছু কারণ আছে।
১.নিম প্রকৃতিকে ঠান্ডা আর পরিষ্কার রাখতে সাহায্য করে।
২.নিমের অনেক ঔষুধি গুণাগুণ আছে।গাছের প্রতিটি অংশই কাজে লাগে।
৩.সব জায়গায় পাওয়া যায় এবং বেশ সস্তা।
৪.কষ্ট সহিষ্ণু গাছ।প্রতিকূল পরিবেশেও বেড়ে উঠতে পারে।
ফেসবুকে একটা গ্রুপ খুলে ফেললামনিম ।উদ্দেশ্য আমরা সবাই মিলে নিম(যে কোন গাছ,যার যার খুশি মত) গাছ লাগাবো অথবা আমাকে বলবেন কোথায় গাছ লাগানো যেতে পারে আমি গিয়ে লাগিয়ে আসব।আপনি জয়েন করুন অন্যকে জয়েন করতে বলুন। খুব ছোট্ট পদক্ষেপ এটা কিন্তু আপনাদের সাবার সহযোগিতায় একদিন হয়ত আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে "সবুজ বাংলাদেশ"।