[ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে]
তোমরা হয়তো মনে করো, আমি ফুরিয়ে গেছি... আমি ফুরিয়ে গেছি পাঁচ টাকার সস্তা কলমের মতো। যেভাবে কলমের কালি ফুরিয়ে যায়, আর তা ছুঁড়ে ফেলা হয়, আমাকেও ছুরে ফেলা হবে কালি হীন রিক্ত কলমের মতো।
কিন্তু কখনো ভেবে দেখেছো...!!! কলম শেষ হলেও শেষ হয় না তাঁর কীর্তিগাথা, কলমের কালি ফুরিয়ে যায় কিন্তু কাগজের বুকে অজস্র শব্দের ফুলঝুড়ি রয়ে যায়। কলম টা কে তুচ্ছ সাব্যস্ত করে ডাস্টবিনে ছুঁড়তে বেগ পেতে হয় না, কিন্তু কাজের বুকে তাঁর রেখে যাওয়া সৃষ্টি কেমন করে তুচ্ছ সাব্যস্ত করবে...??? কলম তো নশ্বর আজ না হয় কাল তার ধ্বংস অনিবার্য, কিন্তু তাঁর সৃষ্ট শব্দমালা...??? কখনো পারবে তা মিটিয়ে দিতে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩