এরচেয়েও বিষণ্ণ কোন রাত এই শহরে নেমেছে কিনা,
মনে করতে পারে না কোনো ইতিহাসবিদ
ঝি ঝির ডাক না শুনেই ঘুমিয়ে পড়েনি
অফিসের সবচেয়ে ব্যস্ত কেরানী।
বাচ্চাদের পড়াতে আসা রাগী শিক্ষকটাও
আজ ঘুমে হাই তুলছে,
গলির মোড়ে পাহারা দেওয়া গার্ডের
মুখে নেই ডার্বির ওঠা-নামা।
ঘুমিয়ে পড়া প্রেমিকার নিশ্বাসের শব্দ
শোনার জন্য কানে ফোন ধরে নেই প্রেমিক।
তক্ষকও ভূলে গেছে সময়জ্ঞান,
বারান্দায় আলো নেই নবদম্পতির।
এই শহরে শুধু একটি রোগ জেগে আছে-থাকে,
ই-ন-স-মো-নি-য়া।।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০