কানা গলির শেষে যে ল্যাম্পপোস্টটা আছে,
দিনরাত আলো জ্বেলে রয়
তার মনে বড় দুঃখ,
কোন এক সন্ধ্যায়,একা রাস্তায়
এক রুপসী এসে দাঁড়িয়েছিল তার তলায়,
একদল কুত্তার দৌড় দেখে
ওদের কুকুর না বলে কুত্তা বলাই ভালো,
ওভাবে কেউ দৌড়ায়?
বোকা ল্যাম্পপোস্ট ভেবেছিল
তার আলোয় মুগ্ধ হয়ে সে এসেছিল,
হয়ত ঝাড়বাতির রঙিন দুনিয়া
বোকা পোষ্টের কাছে এখনো অজানা,
সেই থেকে পোষ্টটি আলো জ্বেলে রাখে
আবার যদি সে এসে দাড়ায়,
কুকুরগুলোকেও আচ্ছা করে ধমকে দিয়েছে
তাই হয়ত রুপসী আর এই পথ মাড়ায় না।।