উত্তুরে হাওয়া বইছে জোর,
শীতে ঠকঠক,প্রতিটি রোমকূপ খুজে উষ্ণতা,
বুক পকেটে একটি চিঠি,
প্রেমের চিঠি,প্রেমিকার চিঠি।
নীল খামে মুখ বন্ধ,
ভেসে যায় তার চুলের গন্ধ,
উপুড় হয়ে লিখছিল বুঝি
পাতায় ছড়িয়ে পড়েছিল কেশরাশি,
প্রতিটি লাইনে তার উষ্ণতা,
প্রতিটা অঙ্গ তার কন্ঠের প্রতীক্ষায়,
ভালবাসার রসে ডোবানো এক এক লাইন,
মান অভিমান ছড়িয়ে প্রতিটি পরতে পরতে,
অভিযোগ তোমার,কেন জবাব নেই
বুকপকেটে রাখা একখন্ড অগ্নিকুণ্ড,
ভাললাগার অনন্য অনুভুতি,
জবাব লিখলেই তো শেষ।