আমার জন্ম হয়েছে ১৯৮০ র শেষ মাসে। অর্থাৎ স্বাধীনতার ৯ বছর পর। তাই স্বাধীনতার ইতিহাস জানতে কিংবা তার পরবর্তী সময়ের ইতিহাস জানতে বিভিন্ন বই পুস্তক বা প্রবীণদের কথাই শুনতে হয়। এটা আমার জন্য অনেক অনেক ভালো হয়েছে।
তাই তো এখনও বিশ্বাস করি স্বাধীনতার যুদ্ধের চেতনা ছিল ধর্মনিরপেক্ষতা (ধর্মহীনতা), বাক স্বাধীনতা (আমার পক্ষে বলার জন্য), কর্ম স্বাধীনতা (আমার দল করলেই কর্ম), সংবাদপত্রের স্বাধীনতা (আমার পক্ষে লেখার জন্য), গনতন্ত্র (একদলীয়) প্রতিষ্ঠা করা।
তবে দেশে যখন স্বৈরশাসন চলেছে অর্থাৎ সেনাশাসক এরশাদ র সময়ের কথা বলছি। আমার তখন একটু একটু বুঝতে পারার বয়স। তখন আমরা যতটুকু ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা , কর্ম স্বাধীনতা , সংবাদপত্রের স্বাধীনতা দেখেছি এখন কি তার থেকেও কম না বেশী স্বাধীনতা উপভোগ করছি ?
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১০:৩৪