ধন্যবাদ টা আরো অনেক আগেই প্রাপ্য ছিল আমার দেশের সুদক্ষ গোয়েন্দা বাহিনী এবং পুলিশ বাহিনী র। আসলে আমি কিংবা আমরা সেটা বুঝে উঠতে পারি নি। অথবা বুঝার মত যোগ্যতা অর্জন করতে পারি নি।
সেজন্য এ দু'বাহিনীর কাছে ক্ষমা ছেয়ে নিচ্ছ।
আমাদের সুদক্ষ এ গোয়ন্দা বাহিনী ২০০৬ এর অক্টোবরের ঘটনা মোটেও আন্দাজ করতে পারেননি, আর পুলিশ বাহিনীকে সেদিন দেখা গেছে দর্শকের ভূমিকায়। অবশ্য ফাইল ফটোতে দেখলাম অনেক পুলিশ সদস্যকে অস্ত্রধারীদের পাশে।
২০০৭ এর সেনা-ছাত্র সংঘর্ষ, ২০০৯ এ বিডিআর র সেনা কর্মকর্তা হত্যা, সারা দেশের শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অস্ত্রের মহড়া, হত্যার মহড়া, লাঠি পেটার মহড়া, নারী নির্যাতনের মহড়া, টেন্ডারবাজী, চাঁদাবাজী, বগুড়ায় যুবলীগ সন্ত্রাসীদের দ্বারা শ্রমিক লীগের দু'নেতা হত্যা, নাটোরের বাবু হত্যা, রুপগঞ্জের সেনা-এলাকাবাসী সঘর্ষ এসব কিছুতেই দক্ষতার পরিচয় দিয়ে আমাদের গোয়েন্দা বাহিনী দক্ষতার সাথেই এসব কিছুই আন্দাজ করতে পারেন নি।
আবার পুলিশ বাহিনীকেও নিজের জীবনের নিরাপত্তা নিয়েই বেশী ব্যস্ত ছিলেন। অবশ্য তারা তাও করতে পারেননি।
তবে এতসব আন্দাজ না করতে পারার মধ্যেও আমাদের এ দু'বাহিনী একটা বিষয় আন্দাজ করতে পারছেন। আমাদের বিরোধী দল যদি কোন দলীয় সভা ঘরোয়াভাবে কিংবা অফিসিয়ালভাবে যেভাবেই করুক না কেন এটাকে দেশ বিরোধী পরিকল্পনা কিংবা সংঘাতের পরিকল্পনা কিংবা বিশৃংখলার পরিকল্পনা হচ্ছে বলে আন্দাজ করেত পারেন আমাদের সুদক্ষ গোয়েন্দা বাহিনী। তাইতো আমাদের গোয়েন্দা কর্মকর্তাকে যখন মিডিয়ার সাথে কথা বলতে দেখি তখন চেহারায় একটা অদৃশ্য ঝিলিক দেখা যায়।
আমরা আশান্বিত। হয়ত অদুর ভবিষ্যতেই আমাদের এ দু'বাহিনী তাদের দেখানো বা প্রমানিত সুদক্ষতার জন্য নোবেল পুরষ্কার চিনিয়ে আনবেন। এটা আমাদের সম্মানের মান আরো বাড়িয়ে দেবে।
তাই আমরা অবশ্যই আশান্বিত। তাইতো পরিশেষে একটা আহ্বান করে যাই। আমাদের দেশের কিছু লোক মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় গ্রন্থ আল হাদীস কিংবা সহায়ক বই কিংবা বিশ্লেষক বই কে 'জিহাদী বই' বলে পরিচয় করাচ্ছেন। উনারা কি জানেন জিহাদ শব্দের অর্থ কি ? ইংরেজিতে সেক্রিফায়েস আর বাংলায় ত্যাগ করা বা বিসর্জন করা। তবে উনারা যে অর্থ বুঝাতে চাচ্ছেন তার পক্ষে যদি দু'একটা যুক্তি দিতেন তবে উপকৃত হতাম।