এ বছর গরমটা যে কি অসহনীয় পর্যায়ে গিয়েছিল, তা তো সবাই জানেন। কিছুতেই যেন বৃষ্টি আসছিল না। অবশ্য ঢাকা শহরে একটু আধটু হলেও সারা দেশে বৃষ্টির আকালই চলছিল। আর এ গরমটাকে আরো অসহনীয় করে দিয়েছিল সরকারের বিদ্যুৎ নীতি। সাথে সরকার সমর্থকদের প্রায় সব ধরনের নৈরাজ্য। ওহ ! কি অসহ্য।
সরকারের সকল ধরনের জনবিবর্জিত কার্যকলাপের প্রতিবাদে দেশের প্রধান বিরোধী দল আগামী ২৭ জুন হরতালের কর্মসূচী ঘোষনা দেয়।
কি অবাক ব্যাপার, এ ঘোষণার সাথে সাথেই আবহাওয়ার পরিবর্তন আসতে থাকে (ব্যাপারটা কাকতালীয় মাত্র)। তাপমাত্রা কমতে কমতে আজ তো কাঁথা গায়েই ঘুমাতে হয়েছে। সকালে চারিদিকে দৃষ্টি পড়তেই আমার স্যারের কথা মনে পড়ে। স্যার প্রায়ই বলতেন, 'বৃষ্টি হল কবিতার উপকরণ।'
হো, আজ কত কত কবিতারই তো হয়ত জন্ম হচ্ছে। আমারও ইচ্ছে করছিল। কিন্তু এটা আমার কাছে, পিজিক্সের অংকের চেয়েও বেশী অবোধ্য।
এ দেশের প্রকৃতির আজ কতই না পরিবর্তন। সবই জনগনের জন্য শান্তির বার্তা নিয়ে আসলো। আমাদের সরকারও তার নীতির পরিবর্তন করে জনগনের জন্য শান্তির বাহক কোন নীতি গ্রহণ করবে, আজ হতে?
নাকি এখনো ২৭ তারিখের হরতাল কিভাবে বল প্রয়োগে ব্যর্থ করা যায়, সে নীতিতেই অটল থাকবে (ভোলার নির্বাচনের মত) ?
আমরা অপেক্ষায় থাকলাম আর একটা সুন্দর শান্তিপ্রিয় মানবিক সকালের প্রত্যাশায় ...........
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ রাত ১১:২৪