সেলিব্রেটি
প্লিজ, আমাকে কেউ ফুলের মালা দেবেন না।
আমি কোন সেলিব্রেটি নই। আমি কোন চিত্রতারকা
কিংবা বিশিষ্ট কোন কবি বা সাহিত্যিক নই।
আমি প্রথিতযশা কোন সাংবাদিক কিংবা সমাজসেবকও নই।
না না আমি কোন নেতা কিংবা রাজনীতিবিদও নই।
আমাকে সম্বর্ধনা দেবার কোন প্রয়োজন নেই।
আমি রাষ্ট্রীয় অতিথি কিংবা নোবেল বিজয়ী কোন ব্যক্তিত্ব নই।
প্লিজ, আপনারা কেউ আমার ছবি তুলবেন না,
এসব লৌকিকতার কোনও প্রয়োজন নেই।
কি হবে ওসব করে! ওসব কিছুই আমার প্রাপ্য নয়।
হ্যাঁ, কি যেন বলছিলেন! ইন্টারভিউ!
প্লিজ, আর লজ্জা দেবেন না।
ইন্টারভিউ দেবার মতো আমি কিছুই করিনি।
এবার আপনারা আসুন।
হ্যাঁ, কে যেন জানতে চাইছিলেন, আমি কে?
কী আমার পরিচয়?
কি এমন ঘটেছিল যা নিয়ে এতোসব হই চই! তবে শুনুন-
আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ,
এই শহরেই আমার বসবাস।
এইতো একটু আগে, নিরীহ এক মেয়েকে সন্ত্রাসীরা এসিড ছুঁড়ে মারলো;
আর সামান্য ক'টা টাকার লোভে একটা লোকের বুকে ছুরি বসিয়ে দিলো।
আর ওই যে ছেলেটা দেখলেন, এ্যম্বুলেন্সে যাকে হাসপাতাল নেয়া হলো-
আপনারা যাকে টোকাই বলেন,
ডাস্টবিনের নোংরা ঘাটতে ঘাটতে অসুস্থ হয়ে পড়ে ছিল।
ভাবলাম একটু দাঁড়াই ওদের পাশে, ওরাতো আমাদের মতোই কেউ।
না না রক্তের সম্পর্কে কিছু নয়, আত্মার সম্পর্কে ওরা আত্মীয়ই বটে।
তাই মনে হলো ওদের জন্য কিছু করা উচিৎ- ওরাও তো মানুষ।
তাইতো একটু ওদের পাশে এসে দাড়িঁয়েছি, যা নিয়ে এত্তো সব কান্ড!
আপনারা ভেবেছেন কি না কি!
আমি ওদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়েছি মাত্র।
এ ছাড়া আর কিইবা করতে পারি?
ওদের আর কিইবা প্রত্যাশা থাকতে পারে আমার কাছে?
আপনাদের আর কিছু জানার আছে?
প্লিজ, এবার আপনারা আসুন।
আপনাদের অতি উৎসাহকে স্বাগতম।
২১.০২.২০০৪